দ্বীন প্রতিষ্ঠায় যেকোনো ত্যাগ স্বীকারে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। কোরআন-হাদিসের নিরবিচ্ছিন্ন চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি, আত্মগঠন, আত্মশুদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দ্বীন বিজয়ী করতে ইউনিট দায়িত্বশীলদের প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পূর্ব থানা জামায়াত আয়োজিত এক ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, ‘জামায়াত ক্ষুধা, দারিদ্র ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা দেশকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজমুক্ত করতে চাই। আর এ মহতি কাজে আঞ্জাম দেয়া আমাদের পক্ষে একা সম্ভব নয়। এজন্য দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা দরকার। আর সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি বরং তারা অর্জিত বিজয়কে ব্যর্থ করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই এ অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে আরো সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারমুক্ত ইসলামী কল্যাণমূলক বাংলাদেশ গঠনে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে ইউনিট দায়িত্বশীলসহ সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।’ থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি খন্দকার রুহুল আমিনের সঞ্চালনায় শিক্ষা বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, হাতিরঝিল জোনের পরিচালক হেমায়েত হোসেন ও সহকারী পরিচালক মু. আতাউর রহমান সরকার। এ সময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মনিরুল ইসলাম, ড. মাওলানা আনোয়ারুল হক, আজগর হোসাইন, ডা: আবুল হাসেম মুন্সী, আনোয়ার হোসাইন আজিজ ও হাফেজ হাবিবুর রহমান জিয়াদ প্রমুখ।