শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

ব্যাট হাতে পুরোনো সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

এক বছর ছিলেন নির্বাসনে। দুঃসময়ের মধ্যেও ধরে রেখেছিলেন ফিটনেস। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। রোববার প্রথমবারের মতো ব্যাট-বল হাতেও দেখা গেল বিশ্বসেরা অলরাউন্ডারের। ঘন্টাখানেক নেট প্র্যাকটিস করলেন তিনি। তাতে দেখা মিলল পুরোনো সাকিবকেই। ব্যাট হাতে দারুণ সাবলিল তিনি। তবে বল হাতে কিছুটা ছন্দহীন। মিরপুরের ইনডোর সংলগ্ন আউটার মাঠের নেটে প্রথম ব্যাট হাতে ঘাম ঝরান সাকিব। চার পেসার শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানার বল দক্ষতার সাথে সামলান তিনি। সাকিবের নেট সেশনে মেন্টর হিসেবে ছিলেন কোচ সালাউদ্দিন।
প্রায় এক ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন সাকিব। এরপর একটু বিশ্রাম শেষে শুরু করেন বোলিং। খুব বেশি রান আপ নেননি। ব্যাটিং সেশন দুর্দান্ত হলেও বোলিংয়ে জড়তা দেখা দেয়। হাওয়ায় ভাসিয়ে অল্প গতিতে বল ছুঁড়েছেন। ফুট মুভমেন্ট ঠিক থাকছে কিনা সেটিতে সাকিব মনোযোগী ছিলেন বেশি। ২৪ নভেম্বর থেকে শুরু হবে বঙ্গবন্ধু টি-২০ কাপ। এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফেরার প্রতীক্ষায় সাকিব আল হাসান। তিনি খেলবেন জেমকন খুলনার হয়ে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com