মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
তিস্তা মেগাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের বিশাল পদযাত্রা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় হেফাজত ইসলামের কাউন্সিল গুণিজন সমাবেশ শাহজাদপুরে জ্বিন হাজির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাংলাদেশের সম্প্রীতির সুদীর্ঘ ঐতিহ্য রক্ষায় নাগরিক সচেতনা সেমিনার নগরকান্দায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গায় সেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ: মৎস ব্যবসায়ীকে জরিমানা কালিয়ায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় সরকারকে ফখরুলের সাধুবাদ

সাইফুর রহমান
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

অপারেশন ডেভিল হান্ট অভিযান শুরু করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ডেভিল তো একমাত্র ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতোদিনে পরে একটা বোধদয় হয়েছে, সেজন্য তাদেরকে (অন্তর্বর্তীকালীন সরকার) ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা (শেখ হাসিনা) সরকারকে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, হাসিনা ষড়যন্ত্র করছেন। তার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। আজকে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চক্রান্ত করা হচ্ছে। আজকে আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে, আমাদেরকে ধীরে ধীরে এগুতে হবে। একটা অন্ধকারকে দূর করতে আরেক অন্ধকারের দিকে যাওয়া যায় না, তাকে আলো দিয়ে অন্ধকার দূর করতে হয়। সেই
আলোকবর্তিকা নিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে।
ফখরুল বলেন, এজন্য আমি সকলের কাছে আহ্বান জানাতে চাই, সকলে একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য কাজ অব্যাহত রাখতে হবে।
যুক্তরাষ্ট্রে তাদের সফর সফল হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ম্যাডাম (বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া) লন্ডনে আছেন, তিনি ভালো আছেন, তার ট্রিটমেন্ট চলছে।
বিকাল ৫টায় অ্যামিরাইট এয়ারলাইন্সে ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরেন। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে তারা ওয়াশিংটন যান। পরদিন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার বাবার প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে অংশ নিতে ওয়াশিংটন পৌঁছান। গত ৬ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এর এই অনুষ্ঠান হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউজে। গত ১১ জানুয়ারি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com