শুষ্ক মৌসুমের শুরুতেই বাঘাবাড়ী –নগরবাড়ী নৌ-পথে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করায় বাঘাবাড়ী নৌ-বন্দরের আসতে পারছে না সারবাহী জাহাজ, জালানী তেল ও কয়লাবাহী কার্গো জাহাজ । হাতে কাজ না থাকায় বেকার হয়ে পড়ছে প্রায় ৫ শতাধিক শ্রমিক। বাঘাবাড়ী নৌ-বন্দরগামী ইউরিয়া সার ও তেলবাহী ওই সব কার্গো জাহাজ দৌলদিয়া ও পাটুরিয়া পয়েন্টে গত ১ সপ্তাহ ধরে নোঙ্গর করে রাখা হয়েছে প্রায় অর্ধ শতাধিক জাহাজ। এতে, চলতি ইরি বোরো মৌসুমে উত্তরাঞ্চলের ১৬জেলার ১৪টি বাফার স্টকে সারের আপদকালীন মজুদ গড়ে তোলার কাজ বিঘ্নিত হচ্ছে। ফলশ্রুতিতে বাঘাবাড়ী নৌ-বন্দরে লোড আনলোডের কাজে শিথিলতা নেমে এসেছে। এতে ৪/৫ ‘শ শ্রমিক বেকার হয়ে মানবেতর দিনাতিপাত করছে।এসব তথ্য নিশ্চিত করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মাষ্টার জানান, ‘মোল্লাারচর, ব্যাটারিরচর, পেঁচাকোলা, নগরবাড়ী পানি কম থাকায় জাহাজগুলো বাঘাবাড়ীতে আসতে পারছে না। বাঘাবাড়ী নৌবন্দর ইজারাদার আব্দুস সালাম বেপারী জানান, নব্যতা সংকটের কারনে গত কয়েকদিন ধরে তেল ও মালবাহী জাহাজগুলো বাঘাবাড়ী বন্দরে আসতে না পাড়ায় আমরা চরম ক্ষয়ক্ষতির সম্মুখিন হচ্ছি। সেই সাথে বন্দরে কাজ করা প্রায় ৫ শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে। বাঘাবাড়ী নৌবন্দরে প্রায় ১ হাজার শ্রমিক রয়েছে ,জাহাজ বন্দরে ঠিমকত না আসায় আমরা নগরবাড়ী থেকে ট্রলারে মাল আনলোড করে আনায় কিছু শ্রমিক কাজ করে প্রতিদিন ৪০/৫০ হাজার বস্তা মাল আনলোড করতে পারছে। বাকী শ্রমিকরা বেকার দিন কাটাচ্ছে। তিনি আরো জানান, বাাঘাবাড়ী নৌ-বন্দর কর্তৃপক্ষ নদী সময়মত খনন না করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। নগরবাড়ীতে ৪ হাজার ফিট নদী খনন করলে আমাদের সব জাহাজই বাঘাবাড়ীতে আসতে পারবে। তিনি দ্রুত নদী খনন করে এ সংকট সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এ বিষয়ে নবাব এন্ড কোম্পানি, বাল্ব কোম্পানি,লোটন ট্রেডার্স এ তিন জাহাজ কোম্পানির কর্মকর্তারা জানান, নগরবাড়ী, ব্যাটারিরচর সহ কয়েকটি এলাকায় নব্যতা সংকটের কারনে আমাদের মালবাহী জাহাজগুলো বাঘাবাড়ীতে আসতে পারছে না। আমাদের জাহাজগুলো দৌলদিয়া ,পাটুরিয়ায় নোঙ্গর করে ট্রলারে আনলোড করে বাঘাবাড়ীতে মাল আনা হচ্ছে। এ ব্যাপারে, বাংলাদেশ অভ্যান্তরীন নৌ পরিবহন এর বাঘাবাড়ী বন্দর ব্যাবস্থাপক সাজ্জাদুর রহমান বলেন, হঠাত করে পানি কমে যাওয়ায় নব্যতা সংকট দেখা দিয়েছে। নব্যতা সংকট কাটাতে ইতিমধ্যে নদী খননের জন্য ড্রেজার লাগানো হয়েছে, কাজ চলছে। দ্রুত নদী খনন করে এ সমস্যার সমাধান করা হবে।