মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা জোনের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নুর হোসেন দীঘিনালা
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোনের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোন সদরে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক (পিএসসি), সেনাবাহিনীর ২০ ইসিবির অধিনায়ক, বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক, বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) অধিনায়ক, বাবুছড়া ব্যাটালিন (৭ বিজিবি) অধিনায়ক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সামরিক-বেসামরিক অফিসার ও বিভিন্ন পদবির বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে নিরলস ভাবে ভূমিকা পালন করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এবং স্বাধীন বাংলাদেশের শ্রেষ্ঠ সামরিক মর্যাদাপ্রাপ্ত ৭জন বীর শ্রেষ্ঠদের অন্যতম একজন বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল তৎকালীন এ রেজিমেন্টের একজন সামরিক যোদ্ধা ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠার পর থেকেই দেশ মাতৃকার জন্য বিভিন্ন ভাবে কাজ করেছেন এবং করে যাচ্ছে এ রেজিমেন্ট। এ সময় ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেজিমেন্টের বিভিন্ন সময়ের কার্যক্রম ও সাফল্যের কথা ও চিত্র তুলে ধরা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com