সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত সিএইচসিপির ইচ্ছে খুশি মতো চালাচ্ছেন তার দায়িত্বের কমিউনিটি ক্লিনিক। সরজমিনে গিয়ে দেখা যায় ১৭ নভেম্বর মঙ্গলবার সারাদিন সবুজপাড়া কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকায় বিভিন্ন বয়সী রোগীরা ফিরে যাচ্ছেন সিএইচসিপিকে না পেয়ে। কর্তব্যরত কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) এনামুল হকের দায়িত্বে অবহেলা আর অনুপস্থিত থাকা এবং সুষ্ঠ তদারকির অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে কমিউনিটি ক্লিনিকটি। স্থানীয়দের অভিযোগ সিএইচ সিপি এনামুল বড্ড বেপরোয়া। ক্লিনিক খোলেন তার ইচ্ছে মতো আবার বন্ধও করেন তার ইচ্ছে মতো। সরকারি নির্দেশনা মতে শুক্রবার ও সরকারি ছুটি ব্যতিত্ব প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৩ পর্যন্ত খোলার কথা থাকলেও তিনি এই কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) এনামুল হক যেন কোন নিয়ম নীতির তোয়াক্কাই না করে যখন তার ইচ্ছা হয় তখন সে খোলে। ইতি পুর্বেব একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় তার অনিয়োমের অভিযোগের সংবাদ প্রচার হলেও কতৃপক্ষ কোন ব্যবস্থা না গ্রহন করায় আরোও বেশি বেপরোয়া হয়ে উঠেছেন বলেন জানান অনেকেই। উপজেলা সদর থেকে সবুজপাড়ার দুরুত্ব ও যাতায়াত ব্যবস্থা খুব একটা ভাল না হওয়াতে ক্লিনিকটিতে রোগীর চাপ একটু বেশী থাকে কিন্তু ক্লিনিকটিতে বেশীর ভাগদিন সেবা বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় রোগীদের। কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচসিপি) এনামুল হক এর ফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি মোবাইলের মাধ্যমে ছুটি নিয়ে তাড়াশে অফিসের কাজে আছি। তবে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আতাহার আলী জানান, সিএইচসিপি এনামুলের আমার কাছে ছুটি বা আমাকে কিছুই জানায় নি। আর তাকে ছুটি দিতে পারে টি এসও স্যার। আমি শুধু সুপারিশ করতে পারি। এ ব্যাপারে তাড়াশ উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিঞা শোভন জানান, ক্লিনিক বন্ধ রাখার কোন নিয়ম নাই। ইতি মধ্যে বিষয়টি জেনে তাকে শোকজ চিঠি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।