জমে উঠেছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন। নির্বাচনে ৬ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আগামী ২২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা বাজারের অলিগলি। সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুন্সিবাজার একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে খ্যাতি রয়েছে। এখানে রয়েছে প্রায় হাজার খানেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির ওপর নির্ভরশীল। যে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্মঠ কমিটির বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে। এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসে প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা বলছেন বাজারের উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব বাছাই করবেন তারা। মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল জব্বার বলেন, আগামী ২২ ফেব্রুয়ারী মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন কালীপ্রসাদ উচ্চবিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে ৬২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ভোটার এবং প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা যাবে বলে আশা করছি। তবুও অধিক নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন থাকবে। এ নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। কে পরবেন বিজয়ের মালা এ নিয়ে চায়ের দোকান, হোটেল রেস্টুরেন্টে চলছে চুলচেরা বিশ্লেষণ। কথা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সঙ্গে। তারা একই সুরে সুর মিলিয়ে বলেন, নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে। নেই কারও প্রতি কোনো অভিযোগ। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এমনটি উল্লেখ করে প্রার্থীরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নিজেকে স্বচ্ছ ও কর্মঠ দাবি করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচন যাইহোক বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের পাশে থাকবেন এমন প্রত্যাশা সবার। উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারী মুন্সিবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সভাপতি প্রার্থী হলেন মো: বদরুল ইসলাম, (আনারস) গোলাম কিবরিয়া চৌধুরী হিমেল (চেয়ার) তারেকুল ইসলাম তারেক( চাকা) সহ সভাপতি পদ প্রার্থী মাওলানা মাশহুদ আহমেদ (চশমা) মাওলানা শাহিদ আলম চৌধুরী (ফুটবল) সাধারণ সম্পাদক পদ প্রার্থী শাহরিয়ার চৌধুরী লিটন, (হরিণ) জুনেদ আহমেদ (মোরগ) সহ সাধারণ সম্পাদক পদ প্রার্থী মশিউর রহমান রাব্বি (উড়োজাহাজ) মাওলানা শামছুল ইসলাম (ডাব) তারেক রহমান চৌধুরী (মাছ) প্রচার সম্পাদক পদপ্রার্থী আব্দুল কায়্যুম (সিলিং ফ্যান) নিজাম চৌধুরী (সেলাই মেশিন) সাংস্কৃতিক সম্পাদক শায়েদুল ইসলাম লিপন (তবলা) মো: মঈন উদ্দিন কুলা) কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুল হাদী জুমন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন আক্তার মিয়া, ইলিয়াছ আলী, সিপার আহমেদ খান, শংকর দাশ।