রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে রাউটারের পাশে রাখুন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। দিনরাত ২৪ ঘণ্টাই ওয়াই-ফাই অন রাখেন বাড়িতে। কিন্তু দেখা যায় দিনের বেশিরভাগ সময়ই ওয়াই-ফাইয়ের গতি কমে যায়। কোনো মুভি কিংবা নাটক দেখার সময় এমনটা হলে মুড একেবারেই নষ্ট হয়ে যায়। অনেক সময়ই দেখা যায়, ওয়াইফাইয়ের নেটও চলছে স্লো। কিন্তু জানেন কি খুব সহযেই বাড়ানো যায় ওয়াইফাইয়ের গতি। বাড়িতে রান্নাঘরেই রয়েছে সেই ‘জাদু কাঠি’।
একটি খুব সাধারণ জিনিসকে কাজে লাগিয়ে অনেকখানি বাড়ানো যেতে পারে ওয়াইফাইয়ের গতি। এই সাধারণ জিনিসটি হলো অ্যালুমিনিয়াম ফয়েল। বেশিরভাগ রান্নাঘরেই থাকে অ্যালুমিনিয়াম ফয়েল। এই অ্যালুমিনিয়াম ফয়েলকে ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে কীভাবে ব্যবহার করবেন জেনে নিন-
সম্প্রতি একটি গবেষণায় বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে, অ্যালুমিনিয়ম ফয়েলকে যদি ‘ভার্চুয়াল ওয়াল’ মতো ব্যবহার করা যায় তাহলে বাড়তে পারে ওয়াই-ফাইয়ের গতি।
এই ফয়েলটিকে বিশেষভাবে কেটে ওয়াই-ফাই রাউটারের পেছনে লাগিয়ে ইন্টারনেটের স্পিড বাড়ানো যেতে পারে। ডার্টমাউথ কলেজের বিজ্ঞানীরা একটি বিশেষ পরীক্ষা করেছেন। তারা ওয়াই-ফাই রাউটারকে এমন একটি এলাকায় রেখেছিলেন, যেখানে সিগন্যাল আসছিল না। তারপর তারা অ্যালুমিনিয়ম ড্রিঙ্কের ক্যানকে একটি বিশেষভাবে কেটে রাউটারের পেছনে লাগিয়েছিলেন।
এই উপায়টি কাজ করেছে এবং সেখানে ভালো সিগন্যাল পাওয়া যায়। এটি প্রমাণিত হয়েছে যে অ্যালুমিনিয়ম ফয়েল দিয়ে ওয়াই-ফাইয়ের সিগন্যাল স্ট্রেংথ বাড়ানো যেতে পারে।
কীভাবে লাগাবেন এলুমিনিয়াম ফয়েল?
১. প্রায় ৩০ সেন্টিমিটার এলুমিনিয়াম ফয়েল নিন এবং হালকাভাবে বাঁকিয়ে নিন।
২. এটি রাউটারের পেছনে লাগান, যাতে সিগন্যাল সঠিক দিকে যায়।
৩. খেয়াল রাখুন যে যেদিকে আপনাকে ভালো সিগন্যাল প্রয়োজন, সেই দিকে জায়গা খোলা থাকা উচিত।
সূত্র: রিডার ডাইজেস্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com