গজঘণ্টা হাইস্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত মঙ্গলবার প্রতিষ্ঠান মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল গণী সাবেক নায়েবে আমির জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা, জাহাঙ্গীর আলম আহ্বায়ক বিএনপি গজঘণ্টা ইউনিয়ন শাখা, আলী মোঃ শরিফুল ইসলাম সাবেক সভাপতি গজঘণ্টা হাইস্কুল ও কলেজ, শাহেদুল ইসলাম সাবেক অধ্যক্ষ গজঘণ্টা হাইস্কুল ও কলেজ, আলহাজ্ব আফরোজা জাফর বিশিষ্ট সমাজসেবক ও সাবেক শিক্ষক গজঘণ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন গজঘণ্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বকুল মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজঘণ্টা হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক।