বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

নগরকান্দায় হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বিলায়েত হোসেন লিটন বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

ফরিদপুরের নগরকান্দা সদরে অবস্থিত হলি চাইল্ড কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ। বিদ্যালয়ের পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব আলী মিঞা। এসময় আরো উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, জাকির হোসেন জাকারিয়া, মোসাঃ লাইজু বেগম। ক্রীড়া অনুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন হাসান রাহুল আল ফয়সাল। সার্বিক তত্বাবধানে ছিলেন এসএম মুক্তার হোসেন ও শারমিন মোস্তফা। ক্রীড়া পরিচালনায় ছিলেন শিক্ষক মহাশীনা, লিলিয়ান বেগম, নাহিদা আক্তার, রাবেয়া আক্তার, তানিমা আক্তার, মুসলিমা খানম প্রমুখ। বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। পুরো অনুষ্ঠানটি শত শত দর্শক উপভোগ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com