সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার মৌলভীবাজার
  • আপডেট সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজারে সাংবাদিকদের সাথে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টার দিকে। পুলিশ সুপারের কার্যালয়ের আয়োজনে পুলিশ সুপারের সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) বলেন- আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। এর পূর্বশর্ত হচ্ছে আইন শৃঙ্খলার উন্নতি ও জনগণের চাহিদা অনুযায়ী জনগণকে পুলিশি সেবা দেয়া। অপরাধের সাথে যে-ই জড়িত হোক না কেন, সে পুলিশ সদস্য হলেও কোনপ্রকার ছাড় দেয়া হবেনা। চুরি-ডাকাতি, মাদক, ছিনতাইয়ের পাশাপাশি মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক সমস্যা রয়েছে। যে সমস্যাগুলো পুলিশ একা নয়, সমাজের সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে মোকাবেলা করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই সামাজিক সমস্যাসমূহ দূর করা সম্ভব। চোরাচালান, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং জোরদার করতে হবে। এসময় পুলিশ সুপার জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন রমজানে জেলার ট্রাফিক ব্যবস্থাপনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, ছিনতাই, মলম পার্টি, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পুলিশ সুপারের কার্যালয় থেকে মৌলভীবাজার প্রেসক্লাব এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের যেসব সাংবাদিককে দাওয়াত দেয়া হয়েছিলো সেসব সাংবাদিক ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, ডিআইও- ১ আবু হুসাইন, মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান প্রমুখ পুলিশ অফিসারবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com