রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

কম সময় এসি চালিয়ে দ্রুত ঘর ঠান্ডা করার উপায়

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

শীত প্রায় শেষ, বলা যায় গরমও চলে এসেছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া জানান দিচ্ছে তারই। অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ খুব শিগগির এসি ব্যবহার শুরু করবেন। অনেকসময় দেখা যায় দীর্ঘসময় এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না। এসি নষ্ট হলেই যে এমন হয় তা কিন্তু নয়, বিভিন্ন কারণে এমন হতে পারে। অনেকেই ভাবেন এসি কম তাপমাত্রায় রাখলে এসি খুব দ্রুত এবং শীতল বাতাস সরবরাহ করবে।
ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সির (বিইই) পরামর্শ দিচ্ছে, এসি ২৪ ডিগ্রিতে সেট করলে এসি থেকে সেরা শীতল বাতাস পাওয়া যায়। এছাড়া এসি কম ব্যবহার করে বেশিক্ষণ ঘর ঠান্ডা রাখার আরও বেশ কয়েকটি উপায় আছে। এসি ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে তাহলে বিদ্যুৎ বিল কমাতে পারবেন অন্যদিকে ঘরও ঠান্ডা থাকবে।
১. নতুন এসি কেনার পর অনেকেই বছরের পর বছর সার্ভিসিং করেন না। এতে কিন্তু এসির নানান সমস্যা তৈরি হয়। ফলে বাতাসও খুব বেশি শীতল হয় না। কিছু দিন পর পর এসির সার্ভিসিং করান। তাহলে এসি ভালো ঠান্ডা বাতাস প্রদান করবে এবং ঠান্ডা বাতাসও দীর্ঘস্থায়ী হবে। এছাড়াও এতে বিদ্যুৎও সাশ্রয় করে।
২. বিদ্যুৎ বিল দ্রুত বাড়ে বলে আমরা বেশিক্ষণ এসি চালু রাখি না। তবে যদি এসি চালিয়েও কম বিদ্যুতের বিল পেতে হয় তবে এর জন্য আমাদের প্রথমে একটি কাজ করতে হবে। প্রতি দুই সপ্তাহে আমাদের এসি ফিল্টার পরিষ্কার করতে হবে এবং এতেই এটি আমাদের বিদ্যুতের বিল কমিয়ে দেবে।
৩. যদি চান যে আপনার এসি দ্রুত নষ্ট না হোক এবং দীর্ঘস্থায়ী হবে, তাহলে এসি লাগানোর পর এর পেছনের অংশ এমন জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি সূর্যের আলো পড়ছে না।
৪. ঘরে এসির শীতলতা আরও বাড়াতে চান তবে এই কৌশলটিও ব্যবহার করতে পারেন। এসির সঙ্গে ফ্যানও চালাতে পারেন, তবে ফ্যান শুধু কম বা মাঝারি গতিতেই চালানো উচিত। এটি ঘরকে আরও দ্রুত ঠান্ডা করবে।
সূত্র: দ্য ইন্ডিয়া টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com