মৌলভীবাজারের শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ও হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার দুপুরে পৌর শহরের কালিঘাট রোডে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ২নং ওয়ার্ডের কালিঘাট রোডস্থ জহুরা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর, হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমদ প্রমুখ। অপরদিকে গতকাল সকাল ১১টায় পৌর শহরের ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডস্থ জহুরা কমপ্লেক্স এর চতুর্থ তলায় অবস্থিত হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হাসনাৎ মোহাম্মদ জহিরুল ইসলাম ভূঞা। হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমদ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর, ছওতুল হেরা নূরানীয়া মাদরাসার পরিচালক মাওলানা আবদুর রাজ্জাক, ব্যবসায়ী আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক সাদিকুর রহমান, আলী আহমদ হাবিবুর রহমান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক মোঃ আফসার মিয়া, মঈনুদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম চৌধুরী, কাওছার আহমদ সম্রাট, মাখন সবর, জয়া রবি দাস, তাসলিমা জান্নাত চৈতি ও তাসনিম রহমান তৃষা।