সারাদেশে মাদক, ধর্ষন, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীরা। ১ মার্চ শনিবার সকাল এগারোটায় সীতাকুন্ড উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র আন্দোলনকারীরা।এসময় তাদের সঙ্গে অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সমাবেশে ছাত্র আন্দোলনকারীরা বলেন, সারাদেশে আমাদের বোনেরা ধর্ষিত হচ্ছে কিন্তু প্রশাসন চুপ রয়েছে।এছাড়া চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না।আমাদের বিক্ষোভ মিছিল কর্মসূচির প্রতিপাদ্য প্রশাসন তুমি কার? ধর্ষক না ধর্ষিতার। ধর্ষকদের বিরুদ্ধে সবোর্চ্চ আইন হবে মৃত্যুদন্ড যদি ধর্ষকদের বিচার না করতে পারেন আমাদের উপর ছেড়ে দেন।আমরা দেখে নিব ধর্ষকদের।কেননা আমাদের মা বোনেরা দিন দুপুরে বেরুতে ভয় পাচ্ছে,ছাত্রীরা ধর্ষন আতঙ্কে স্কুলে যেতে ভয় পাচ্ছে। এসবের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন আমরা কঠিন ব্যবস্থা নিতে বাধ্য হব। সীতাকুন্ড যুবাইদিয়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল কবির বলেন, সারাদেশে মাদক, ধর্ষণ, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের মনোযোগী হতে হবে। আজকে নারীরা কোন জায়গায় নিরাপদ নয় আর সেটি আমরা পত্রিকার পাতা চোখ বুলালে দেখতে পারি। আমাদের চারপাশে অনিয়মের বিরুদ্ধে যেভাবে ছাত্র আন্দোলনকারীরা রুখে দাঁড়িয়েছে সেভাবে প্রত্যেক নাগরিকের উচিত অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করা। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্রী বলেন, আমরা মেয়েরা কোনদিকে নিরাপদ না। রাস্তায় বের হওয়ার আগে আমাদের মনে ভয় কাজ করছে। সুতরাং আমরা যেন নির্ভয়ে চলতে পারি।সেই পরিবেশ গড়ে তুলতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- কার্যকর করতে হবে।