সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

শপথ নিলেন নির্বাচিত নাট্যনির্মাতারা

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫

শপথ নিয়েছেন টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নবনির্বাচিত কমিটির সদস্যরা। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গিল্ডের অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেন তারা। প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া শপথ পড়ান। এর আগে গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফরিদুল হাসান। আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই সংগঠনের দায়িত্ব পালন করবেন তারা। সহ-সভাপতি পদে রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ পদে নির্বাচিত হয়েছেন তুহিন হোসেন ও দীন মোহাম্মাদ মন্টু।
এছাড়া অর্থ সম্পাদক পদে আবু রায়হান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি (নাজমুল রনি), প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত ও দপ্তর সম্পাদক সাইদ রহমান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পদে সাগর জাহান, চয়নিকা চৌধুরী, মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ, গীতালি হাসান, লিটু করিম, শিহাব শাহীন ও হাসান রেজাউল নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সহ-সভাপতি সকাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন, কার্যনির্বাহী সদস্য শিহাব শাহীন শুটিং জটিলতায় কারণে শপথ গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাদের গিল্ডের সভাপতি শপথ পড়াবেন বলে জানা গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com