রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ভি.জি.এফ কার্ড বিতরণে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিএনপি নেতাদের

সিরাজ উল্যাহ (কোম্পানীগঞ্জ) নোয়াখালী
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন পরিষদ কার্যালয় ভি.জি.এফ কার্ডের চাউল বিতরণকালে চেয়ারম্যান কাজী হানিফ আনসারী।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২নং চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আমীর কাজী হানিফ আনসারীর বিরুদ্ধে ভি.জি.এফ কার্ডসহ নানা অনিয়মের অভিযোগে বিএনপি নেতারা সংবাদ সম্মেলণ করেছেন। রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চরপার্বতী ইউনয়িন বিএনপি সভাপতি আইয়ুব নবী বাবুল ও চৌধুরীহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আলাউদ্দিন ভুঁইয়া। সংবাদ সম্মেলনে অভিযোগ করে তারা বলেন, চেয়ারম্যান কাজী হানিফ ১৫ টন চাউল ১৪শ নারী-পুরুষের মাঝে বিতরণ করার কথা। সাতশত ভি.জি.এফ কার্ড তার দলীয় লোকজনের কাছে বিতরণ করার কথা। বাকি সাতশত ভি.জি.এফ কার্ড বিএনপির লোকজনদের মাঝে বিতরণ করার কথা। কিন্তু তিনি তা না করে ১১শ ভি.জি.এফ কার্ড নিজ দলীয় লোকজনের মাঝে বিতরণ করেন, বাকি তিনশত কার্ড বিএনপির লোকজনের মাঝে বিতরণ করার জন্য দেন। তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদে সংরক্ষিত তিনটি নারী ওয়ার্ডসহ মোট ১২ জন মেম্বার এর মধ্যে মহিলা মেম্বারসহ ৯ জন পালিয়েছে। বাকি যে ৩ জন মেম্বার তা জামায়াতের দলীয়। তারা বলেন, গত দুই মাস আগে বি.জি.ডি’র ১২ টন চালের মধ্যে চেয়ারম্যান ৭ টন লুটপাট করেছেন। ১৫ দিন আগে টিআর কাবিখার ১২ লক্ষ টাকা লোপাট করেছেন। বিএনপি নেতারা আরও বলেন, ভি.জি.এফ কার্ডের চাউল সকল ৯ টা থেকে বিতরণ করার কথা থাকলেও চেয়ারম্যান ভোর ৬ টা থেকে বিতরণ করছেন। প্রত্যেককে ১০ কেজি চাউল দেওয়ার কথা থাকলেও সবাইকে ৮ কেজি, ৮.৫ কেজি ও ৯ কেজি করে দেওয়া হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিকুল আলম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইন উদ্দিন, ৫ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী জাহাঙ্গীর আলম প্রমুখ। এরপর বিএনপি নেতারা একত্রিত হয়ে ইউনিয়নের পরিষদের কার্যালয়ের দ্বিতীয় তলায় গিয়ে ভি.জি.এফ এর চাউল বিতরণ বন্ধ করে দেন। এসময় বিএনপি নেতাদের সাথে চেয়ারম্যানের ধ্বস্তাধ্বস্তি হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান কাজী হানিফ আনসারী বলেন, আমাদের পরিষদের ১২ জন মেম্বারের মধ্যে ৬ জন পলাতক। বাকি ৬ জন নিয়মিত অফিস করেন। যেসকল ওয়ার্ডে মেম্বাররা রয়েছেন তাদের দায়িত্বে ভি.জি.এফ কার্ড দেওয়া হয়েছে। আর যেসকল ওয়ার্ডে মেম্বার নেই সেসকল ওয়ার্ডে জামায়াতকে ৫০ টি ও বিএনপিকে ৭০ টি কার্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ২ মাস আগে কোনো বি.জি.ডি’র চাউল বিতরণ হয়নি। টিআর কাবিখার কোনও কাজ এখনও হয়নি, বিলও হয়নি। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানান, আমি এখন একটা মিটিংয়ে আছি। মিটিং শেষ হলে আপনাকে ফোন দিয়ে আপনার সাথে এ ব্যাপারে আলোচনা করব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com