রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকের সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মাসুম মাহমুদ (সোনারগাঁও) নারায়ণগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকারের সনদ স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শহীদ সরকার উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর তাদের দোসররা তার সুনাম ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও হয়রানি মূলক অভিযোগ দায়েরের পর তার দলিল লেখক সনদ স্থগিত করা হয়। পরে বিষয়টি তদন্ত করা হলে অভিযোগটি মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হয়। এ সময় তিনি দ্রুত সনদ স্থগিতাদেশ প্রত্যাহার করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে অন্যান্য দলিল লেখকরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com