রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০১:১১ অপরাহ্ন

সেরা সংগঠকের সম্মাননা পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সুমন

সাখাওয়াত হোসেন সুমন (ভালুকা) ময়মনসিংহ
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

দেশের প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল এটিএন নিউজ আয়োজিত “ফ্রেস ইসলামিক অলিম্পিয়াড ২০২৫”-এর ময়মনসিংহ বিভাগীয় অডিশন সফলভাবে সম্পন্ন করায় সেরা সংগঠক হিসেবে সম্মাননা পেলেন সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন। শনিবার ২২মার্চ বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট তুলে দেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন। সম্মাননা পাওয়ার পর সাংবাদিক আসাদুজ্জামান সুমন বলেন, এই অর্জন শুধুমাত্র আমার নয়, এটি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। স্থানীয় সাংবাদিকতা ও সাংগঠনিক কার্যক্রমে আমি বরাবরই নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। ভবিষ্যতেও পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যেতে চাই। এই সম্মাননা আমাকে আরও অনুপ্রাণিত করবে এবং সাংবাদিকতা ও সংগঠন পরিচালনায় নতুন উদ্যম যোগাবে। উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান সুমন দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতা ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। এই স্বীকৃতি তাঁর নিরলস প্রচেষ্টারই প্রতিফলন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com