রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

কালীগঞ্জে প্রাকৃতিক লুফা তৈরিতে সফল নিখিল দত্ত

হুমায়ুন কবির (কালীগঞ্জ) ঝিনাইদহ
  • আপডেট সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জে প্রত্যন্ত গ্রামের নারী পুরুষের হাতে তৈরি লুফা(শরীর পরিষ্কার করা এক ধরনের পণ্য) সুনাম কুড়াচ্ছে স্থানীয় ও দেশের বিভিন্ন বাজারে। সরাসরি গাছ থেকে ফল সংগ্রহ করে তা যথাযথভাবে প্রক্রিয়াজাতের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তৈরি করায় এর চাহিদা বেড়েই চলেছে দিনদিন। এই লুফা তৈরি করে এখানকার বেশ কিছু নারী পুরুষের হয়েছে কর্মসংস্থান, সংসারে ফিরেছে স্বচ্ছলতা। তবে এমন আয় আর সুনামের গল্পের পেছনের মূল উদ্যোক্তা নিখিল দত্তের পাড়ি দিতে হয়েছে অনেকটা পথ। বেকার কিছু নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করায় তাদের কাছে আইকন হিসেবে পরিচিত তিনি। নিখিল দত্ত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। “পিএন নেচারাল লুফা”-নামে লুফা তৈরির প্রতিষ্ঠানের পরিচালক তিনি। জানা গেছে, তিত পোল্লা নামে লতা জাতীয় একটি গাছের ফল থেকে নিখিল দত্ত প্রায় দুই বছর আগে শুরু করেন লুফা তৈরীর কাজ। প্রথম দিকে তিনি নিজের লাগানো গাছের ফল সংগ্রহ করে সীমিত পরিসরে লুফা তৈরি করতেন। সাধারণত তিত পোল্লা গাছের বীজ এপ্রিল মাসে বপন করলে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত পাকা ফল পাওয়া যায়। গাছ থেকে পাকা ফল সংগ্রহ করে ভালোভাবে খোসা পরিষ্কার করে কাটার দিয়ে কাটতে হয়। তারপর সাইজ অনুযায়ী কাটা খোসা দর্জি দিয়ে সেলাই করে চূড়ান্তভাবে প্রস্তুত করা হয় লুফা। একটি লুফা তৈরিতে সর্বমোট খরচ হয় ৩০ টাকা। পাইকারি বাজারে তা বিক্রি হয় ৪০ টাকা দরে। আর ক্রেতা সাধারণের হাতে গিয়ে তা পৌঁছায় ৫০ থেকে ৬০ টাকা খুচরা মূল্যে। বর্তমানে নিখিল দত্ত প্রতিমাসে ৩-৪ হাজার পিস লুফা তৈরি করে স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাত করছেন। এতে করে তার মাসে সব খরচ বাদ দিয়ে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় হচ্ছে। মাত্র ৮০ হাজার টাকা পুঁজি নিয়ে লুফা তৈরির ব্যবসা শুরু করেছিলেন তিনি। বর্তমানে তার এ ব্যবসায় মূলধন ২ লক্ষ টাকার অধিক। কৃত্রিম লুফাতে শরীরে জমতে পারে ব্যাক্টেরিয়া। যা থেকে হতে পারে ত্বকের সমস্যা। গোসলের জন্য প্রত্যেকেরই পছন্দের পণ্যের মধ্যে লুফা অন্যতম একটি দেহ ঘষার জন্য সত্যিকারের প্রাকৃতিক পণ্য। সফল লুফা তৈরীর উদ্যোক্তা নিখিল দত্তের সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি বলেন, স্থানীয় ও আশপাশের বাজারে মানবদেহ পরিষ্কারের জন্য প্রাকৃতিক এ পণ্যটির ব্যাপক চাহিদা রয়েছে। পতিত জমিতে যদি আমরা সকলেই বাড়ির আঙ্গিনা কিংবা মাঠে তিত পোল্লার চারা রোপন করি তাহলে কাঁচামাল সংকট দেখা দেবে না। তাছাড়া এটা লাভজনকও বটে। আমি কৃষি অফিসের সহযোগিতা কামনা করি। আমার খুব ইচ্ছা “পিএন নেচারাল লুফা” বিদেশে রপ্তানি করার। কালীগঞ্জ সুজল কসমেটিকের স্বত্বাধিকারী সুজল দেবনাথ বলেন, আমার দোকানে এই লুফা ভালো বিক্রি হচ্ছে। প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়ায় ক্রেতারা চাহিদা করে চেয়ে নিচ্ছেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চর্ম ও যৌন রোগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার অরুণ কুমার দাস বলেন,আমি ছোটোবেলায় এই লুফা ব্যাবহার করেছি। প্রাকৃতিক কাঁচামাল দিয়ে তৈরি একটি পণ্য লুফা। মানবদেহের চামড়ার জন্য এটার উপকারিতা রয়েছে। তবে এর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলেও তিনি যোগ করেন। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি উদ্যোক্তা নিখিল দত্তকে অভিনন্দন জানিয়ে বলেন, উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কোন ধরনের সহযোগিতা তার প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com