ঢাকার কেরাণীগঞ্জে ভাউল সম্রাট দেওয়ান পরিবারের বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে ভুক্তবোগী পরিবার। গতকাল সোমবার সকালে কেরাণীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের বাবনশুর দেওয়ান বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মলনে আরিফ দেওয়ান বলেন, কথিত কিছু অসাধু বাউল শিল্পী তাদের ও তার পরিবারকে হেয় পরিপূর্ণ করার লক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কুৎসা রটিয়েছ। তা তাদের পরিবার জন্য মানহানিকর। তিনি আরো বলেন অনতিবিলম্বে তারা নিজেররা সংশোধন না হলে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ভাউল আরিফ দেওয়ানসহ, কাজল দেওয়ান, সাকির দেওয়ান, আজাদ দেওয়ান।