শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

চিতলমারীতে পূর্ব শত্রুতার জের ধরে ঘেরে বিষ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি

একরামুল হক মুন্সী চিতলমারী (বাগেরহাট) :
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০

বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার চিংড়ি ও সাদা মাছ মেরে ফেলেছে অজ্ঞাতকারীরা। থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই বিষ প্রয়োগের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্থরা সাংবাদিকদের জানান। শিবপুর ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে মোস্তফা শেখ তালু জানান, তার প্রায় ৪৫ শতক ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষরা। ওই ঘেরের জায়গা নিয়ে একই বংশের নুর মিয়া শেখের নেতৃত্বে মাস খানেক আগে তাদের উপর হামলা হয়। সেই বিষয়ে থানায় মামলা হয়েছে। (মামলা নং-০৬ তারিখ ০৪.১০.২০২০) এরপর ওই মামলা তুলে নেয়ার জন্য নুর মিয়া শেখ, শাহাজান শেখ, ফারুখ শেখ নানাভাবে তাদের হুমকি দেয়। এর প্রতিবাদ জানালে গত বুধবার মোস্তফা নিজে হামলার শিকার হন। তিনি এখন চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শিবপুর ইউপি চেয়ারম্যান মো. অহিদুজ্জামান কাকা মিয়া জানান, ঘেরের জায়গা নিয়ে সোনা মিয়ার সাথে নুর মিয়ার পূর্ব-বিরোধ আছে। রাতের আঁধারে কে বা কারা ঘেরে বিষ দিয়েছে তা নিশ্চিত নয়। তবে ঘেরের সকল মাছ মরে গেছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরিফুল হক জানান, খবর শুনে পুলিশ বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে মামলা হবে। এছাড়া, মাস খানেক আগের মামলার তদন্ত চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com