চাঁদপুরের বৃহত্তম মার্কেট, চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মহসীন মিয়া ও সিনিয়র সহসভাপতি মোঃ মজিবুর রহমান আখন্দ। গত ২৩ মার্চ রোববার দুপুরে চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের বিশিষ্ট রাজনীতিবিদ আফজাল হোসেন, এডভোকেট শামসুল ইসলাম মন্টু, ফয়সাল আহমেদ বাহার গাজী, জিসান আহমেদ, প্রিন্স। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধার পরিচালনায় ব্যবসায়ী সমিতির পক্ষে বক্তব্য রাখেন, রেলওয়ে হকার্স মার্কেটের বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ ও চাঁদপুরের সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত সকল ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির আগামী নির্বাচন পর্যন্ত সভাপতির পদ বিভিন্ন পদে যারা অনুপস্থিত আছেন, সে পদে পূরণ করা হয়। সভাপতি না মোঃ মহসীন মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহসভাপতি হিসেবে মোঃ মজিবুর রহমান আখন্দকে রাখা হয়েছে। এছাড়া অনান্য পদে যারা আছেন, সহ-সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক, হাফেজ জাকির হোসেন মৃধা, সহ-সাধারণ সম্পাদক আল আমিন খান, সহ-সাধারণ সম্পাদক সোহেল হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইকবাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ, কোষাধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলী হোসেন, প্রচার সম্পাদক মোঃ মজিবুর রহমান শেখ, সম্মানিত সাধারণ সদস্য হিসেবে যথাক্রমে মোঃ ইসহাক মিজি, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আবদুল আউয়াল শরিফ, মোঃ মোফাজ্জল হোসেন ও ফারুক হোসেন। উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মতামতের ভিত্তিতে এই সমিতিরবআগামী নির্বাচন এর আগে একটি সচ্ছ অডিট কমিটির মাধ্যমে বিগত আমলে রেলওয়ে হকার্স মার্কেটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের ও আয় এবং ব্যায়ের হিসেব উপস্থাপনা করার প্রস্তাব করা হয়েছে। বর্তমান কমিটিই সমিতির নির্বাচন পর্যন্ত হকার্স মার্কেটটি পরিচালনা করবেন।