২১ নভেম্বর/২০ জাতীয় সশস্ত্র দিবস। “সকলের তরে সকলেই আমরা সর্বত্রই আমরা দেশের তরে” এই শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মোনাজাত ও বিনা মূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল গলাচিপা অফিসার্স ক্লাবে সিনিয়র ওয়ারেন্ট অফিসার গাজী মো. মতিউর রহমানের সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য পেশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সুদক্ষ নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, অবঃ ওয়ারেন্ট অফিসার মো. মতিউর রহমান, সাজেন্ট মো. মাঈনউদ্দিন ও বাবুল মীর। আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন দেশের স¦াধীনতার যুদ্ধে সশস্ত্র বাহিনীর অবধানের জাতি চীরদিন স্বরণ রাখবে। তিনি ৪১ তম সশস্ত্র বাহিনী দিবসের প্রতি শ্রদ্ধা জানান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের এবং সশস্ত্র বাহিনী শহিদ যোদ্ধাদের প্রতি দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় এবং বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।