গাড়ো পাহাড়ের পাদদেশ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সর্বস্তরের সচেতন ছাত্র জনতার উদ্যোগে ২৭ মার্চ, বৃহস্পতিবার, বেলা ১২টায় শ্রীবরদী শহীদ মিনার চত্বরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এক গণস্বাক্ষর কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী সচেতন ছাত্র সমাজের প্রতিনিধি আবু হুরায়রা এর পরিচালনায় গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার শাহাদাত হোসাইন জিকু। উক্ত কর্মসূচীতে বকৃতব্য রাখেন স্থানীয় ছাত্র ও জনতার নেতৃস্থানীয় প্রতিনিধিগণ।
গণস্বাক্ষর কর্মসূচীতে ছাত্র জনতার প্রতিনিধিগণ তাদের বক্তব্যে বলেন শ্রীবরদী ঝিনাইগাতী গাড়োপাহাড়ের সোমেশ্বরী, মহারাশি নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ব্যাক্তিস্বার্থে পাহাড় কাটা থেকে বিরত থাকতে হবে। অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে স্থায়ী ভাবে বালু উত্তোলন বন্ধ ও অপরূপ সৌন্দর্যের লীলাভূমি শেরপুরের গাড়ো পাহাড়কে রক্ষায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।