রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্বস্তির ঈদযাত্রায় ঘরে ফিরছে মানুষ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহনের বাড়তি চাপ থাকলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাওয়া ঘরমুখো মানুষ নির্বিঘেœ নিজ গন্তব্য পৌঁছাতে পারছেন।
গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজার ২১ কিলোমিটার সড়ক পর্যন্ত কোথাও কোনো যানজটের ভোগান্তি হয়নি বলে জানা গেছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, দূরপাল্লাসহ আঞ্চলিক বাসগুলো স্বল্প সময়ের মধ্যে প্রতিটি বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা শেষে স্থান ত্যাগ করছে। এতে করে সড়কে যানবাহনগুলোর জটলা সৃষ্টি হচ্ছে না। ফলে যাত্রী এবং গাড়িচালকরাও স্বস্তিতে নিজ নিজ গন্তব্যে ছুটতে পারছেন।
এদিকে মহাসড়ক যানজটমুক্ত রাখতে হাইওয়ে ও থানা পুলিশ তৎপর রয়েছে বলে জাগো নিউজকে জানিয়েছেন সংশ্লিষ্ট এরিয়ার কর্মকর্তারা। একইসঙ্গে পুলিশের সহযোগিতায় র‍্যাব সদস্যদের মহাসড়কে অবস্থান নিতে দেখা গেছে। গার্মেন্টসকর্মী জাহিদুল ইসলাম কুমিল্লায় যাবেন। কথা বলার চেষ্টা করলে তিনি বলেন, গাড়ির যথেষ্ট চাপ দেখতে পাচ্ছি। আমাদের অফিস গত পরশুদিন ছুটি ঘোষণা করেছে। অবশিষ্ট কাজকর্ম শেষে আজ পরিবার নিয়ে ঈদ করতে গ্রামে যাচ্ছি। রাস্তায় যেহেতু যানজটের আশঙ্কা নেই, তাই মনে হচ্ছে ২ ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারবো। ব্যবসায়ী মন্টুর ধারণা এবার যানজটের ভোগান্তি পোহাতে হবে না ঘরমুখো মানুষকে। তবে মহাসড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা না থাকলে ডাকাতি-ছিনতাইয়ের শিকার হবেন অসংখ্য মানুষজন। কয়েকজন দূরপাল্লার বাসচালক জানান, বিগত বছরগুলোর মতো এবার মহাসড়কের কোথাও যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে না তাদের। বর্তমান সময়ের মতো আগামী ৩-৪ দিন থাকলে যাত্রীদের যাত্রা স্বস্তির হবে।
মহাসড়কের পরিস্থিতির বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, এবারের ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে আমাদের অতিরিক্ত ফোর্স কাজ করছে। ঈদ উপলক্ষে আমরা দিবারাত্রি ডিউটি করে যাচ্ছি। আশা করছি যানজটের ভোগান্তি থেকে ঘরমুখো মানুষকে মুক্ত করতে পারবো।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, যানজট নিরসনে আমরা তৎপর রয়েছি। টহল টিমও বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জ অংশে মানুষকে যানজটের ভোগান্তিতে পড়তে হবে না বলে আশাবাদী।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, আমাদের একটি টিম ২৪ ঘণ্টার জন্য চিটাগাংরোড রাখা হয়েছে। পাশাপাশি আরেকটি টিমও দেওয়া হয়েছে। বর্তমানে এক টিম সিএনজি এবং আরেকটি পুলিশের গাড়িতে ডিউটি করছেন। মানুষের জানমালের নিরাপত্তায় আমরা সতর্ক আছি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির করতে আমাদের থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মহাসড়কে কাজ করে যাচ্ছে। কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত আমরা করছি। পাশাপাশি আজ থেকে আমাদের সঙ্গে আনসার সদস্যরাও কাজ করবেন। জনগণ যাতে নির্বিঘেœ যাতায়াত করতে পারে সেজন্য আমরা সর্বদা তৎপর রয়েছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com