মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

ঈদে হৃদয়ের ‘উড়ো মেঘ’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে বারী দেওয়ান হৃদয়ের ‘উড়ো মেঘ’ শিরোনামের একটি প্রেমের গান। হৃদয় নিজেই এর সুর ও সংগীত আয়োজন করেছেন। গানটির কথা লিখেছেন কাজরী তিথি জামান ও জয়।
‘উড়ো মেঘ’ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহারিয়ার দিবস। এর ভিডিও সম্পাদনা করেছেন শাহারিয়ার দিবস ও মারজুক।
গানটি সম্পর্কে শিল্পী হৃদয় বলেন, ‘সম্পূর্ণ পিয়ানো নির্ভর এ গানটির মিউজিক ভিডিও অত্যন্ত যতœ সহকারে নির্মাণ করা হয়েছে। বনানীর স্প্রেসো লাউঞ্জ-এ গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে। ইস্টার্ন ও ওয়েস্টার্ন মিউজিকের সমন্বয়ে আধুনিক ঘরানার এ গানটিতে অসাধারণ এক সুরের মূর্ছনা পাওয়া যাবে। বিশ্ব সংগীতের নিত্যনতুন উন্মাদনায় বাংলা গানকে বিশ্বমানের ধাঁচে উপস্থাপন করতে আমার এ গানটি একটি পরীক্ষামূলক প্রয়াস। বিশ্বসংগীতের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের বাংলা গানের আধুনিকায়ন আবশ্যক। আশা করি আমার “উড়ো মেঘ” গানটি সংগীত পিপাসুদের ভালো লাগবে।’
বারী দেওয়ান হৃদয় একাধারে সংগীতশিল্পী, পিয়ানো শিল্পী এবং তরুণ সংগীত পরিচালক। তার গানের সঙ্গে সখ্য শৈশব থেকে হলেও সংগীত শিক্ষার নেশায় এরই মধ্যে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন মিউজিক নিয়ে উচ্চতর শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করেছেন। এর আগে হৃদয়ের নিজের করা সুর ও সংগীত আয়োজনে জি সিরিজ থেকে শ্রাবণ নামে একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। কাজরী তিথি জামানের লেখায় শ্রাবণ গানটিও ব্যাপক দর্শক ও শ্রোতাপ্রিয় হয়।
বারী দেওয়ান হৃদয়ের ‘উড়ো মেঘ’ গানটি তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com