রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

মাহে রমজানের শিক্ষার আলোকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে

সোহেল মাহমুদ (বোরহানউদ্দিন) ভোলা
  • আপডেট সময় শনিবার, ২৯ মার্চ, ২০২৫

ইফতার ও দোয়া মাহফিলে সাবেক এমপি মোঃ হাফিজ ইব্রাহিম 
পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের নিয়ে গণ ইফতারের আয়োজন করেছে বোরহানউদ্দিন পৌর বিএনপি। গত ২৮ মার্চ শুক্রবার বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনের বালুর মাঠে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টুর সভাপতিত্বে ও সহ সভাপতি বশির আহমেদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়াল) উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ও ভোলা ২ আসনের সাবেক এমপি মোঃ হাফিজ ইব্রাহিম। তিনি উপস্থিত নেতাদের বলেন, মাহে রমজানের শিক্ষা ধৈর্য ও সংযম। এ শিক্ষার আলোকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। তবেই আমরা দেশ ও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির। এছাড়া আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান, সহ সভাপতি শহিদুল আলম নাসিম কাজী ও ফিরোজ কাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব আজম কাজী। উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব হাওলাদার ও সাধারণ সম্পাদক জসিম খা, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি ও সদস্য সচিব আবু জাফর মূর্ধা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুমান হাওলাদার ও সদস্য সচিব শিপন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক বাবুল আখন, পৌর ছাত্রদলের সভাপতি সাকিল মাতাব্বর ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম সহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিতি ছিলেন। ইফতার পূর্ববর্তী আলোচনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com