বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৯ জন শহীদ হয়েছেন। এ ৯ শহীদ পরিবারের সদস্যদের জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সরোয়ার আলম খান শহীদ পরিবারের সদস্যদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেন।
এসময় সরোয়ার আলম খাঁন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই আন্দোলনে শহীদ পরিবারদের ভুলে যাননি। বিএনপি জুলাই আন্দোলনে নিহত ও আহত সকলের পাশে আছে থাকবে। রমজানের ঈদ কে সামনে রেখে তাই দলের পক্ষ থেকে এই সামান্য ঈদ উপহার তাদের প্রতি আমাদের ভালোবাসার স্পর্শ, আমাদের শ্রদ্ধার নিদর্শন। আমাদের দল তাদের পাশে ছিলো, আছে ইনশাআল্লাহ্ ভবিষ্যতেও থাকবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার হাতে পেয়ে শহীদ পরিবারের সদস্যরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো: হাফিজ ইব্রাহিম কে ধন্যবাদ জানান। ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক, জামাল পঞ্চায়েত, উপজেলা ছাত্রদল সভাপতি দানিশ চৌধুরী, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলম খাঁন হৃদয়, সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, পৌর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আলফাজ ইসলাম জেনি, সরকারি আব্দুল জব্বার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান রাজিব প্রমূখ।