বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ন

শরীয়তপুরে আ’লীগের দুই গ্রুপ সংঘর্ষ:শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত ২০

সাগর মিয়া, জাজিরা (শরীতপুর) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

দুই পক্ষের সংঘর্ষের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, একটি ফসলী মাঠে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে বালতি থেকে ককটেল বোমা ছুঁড়ছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুই শতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষ চলাকালে ককটেল বোমার আঘাতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত জেলার জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর আলীমুদ্দিন মাদবর কান্দি, দাইমুদ্দিন খলিফা কান্দি, আহসান উল্লাহ মুন্সি কান্দি, বিলাশপুর মুলাই বেপারী কান্দি ও মেহের আলী মাদবর কান্দি এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কুদ্দুস বেপারী ও জাজিরা উপজেলা যুবলীগের সাবেক সদস্য জলিল মাদবরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকেই বিবাদ চলে আসছে। এ বিষয় নিয়ে গতকাল শুক্রবার বিকেলে বিলাসপুরের কাজিয়ারচর এলাকায় এই দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকালে এই দুই পক্ষের সমর্থকরা বালতিতে ককটেল বোমা নিয়ে ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মুহুর্মুহু ককটেল বোমার বিস্ফোরণ ও সংঘর্ষের হাসান মুন্সি (৫০), বিনা বেগম, (৪৫) সাকিব মাদবর (১৯), রেজাউল বেপারী (১৯), রিফাত (১৯), সজিব খলিফা (২৩), কাউসার (২২), নাঈম (১৯), কামাল (১৭), দেলায়ার খলিফা (৪২), নাসির মাদবর (৪৫), কাজল খা (৫৫), শহর আলী মাদবর (৬০), মারুফ মাল, সুজন মাদবর সহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে মারুফ মাল নামে একজনের হাতের কব্জি ও সুজন মাদবর নামে আরেকজনের পায়ের গোড়ালি উড়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। আহতদের মধ্যে অনেকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে গ্রেফতার এড়াতে সেখান থেকে চলে গেছে।
এদিকে দুই পক্ষের সংঘর্ষের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ফসলী মাঠে একপক্ষ অপরপক্ষকে লক্ষ্য করে বালতি থেকে ককটেল বোমা ছুড়ছে। সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পুরো এলাকায় ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে উভয়পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দুলাল আখন্দ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিলাসপুরের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও জলিল মাদবর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে উভয়পক্ষের লোকজনই ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com