সোমবার, ০৬ মে ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবীতে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল বাবা ছিলেন বাসচালক মা দরজি, ছেলে লন্ডনের মেয়র ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতের মনোনয়ন বাতিল হাওরের প্রায় শতভাগ ধান কাটা শেষ অপারেশনের নামে ‘টর্চার সেলে’ পৈশাচিক আনন্দ পেতো মিল্টন: হারুন

জামালপুরে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

জামালপুর দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রামরোধে জেলা প্রশাসান মাস্ক বিতরন করেছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমনরোধে শহরের ফৌজদারি মোড়ে সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এ মাস্ক বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), উপ-পরিচাক স্থানীয় সরকার বিভাগ মো.কবীর উদ্দন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ জলিল প্রমুখ। মাস্ক বিতরন অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন পিপিএম (বার) জানান, দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণরোধে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করছে। কোভিড-১৯ সংক্রমণরোধে জনসচেতনতা জরুরী। জনসচেতনতা ছাড়া কোভিড-১৯ সংক্রমণরোধ করা সম্ভব না। কোভিড-১৯ সংক্রমণরোধে সবাইকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সেই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমনরোধে সকলকেই মাস্ক পড়তে হবে। কোভিড-১৯ সংক্রমণরোধে মাস্ক পড়ার বিকল্প নেই। সকরার ঘোষিত নো মাস্ক, নো সার্ভিস বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসনের মাস্ক বিতরন অব্যাহত থাকবে। এ ছাড়াও কারো যদি মাস্ক প্রয়োজন হয় তাহলে জেলা প্রশাসনের হট লাইনে ফোন দিলেই তার বাড়িতে পৌঁছে দেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com