জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দীঘিনালা উপজেলার বাবুছড়া মুখ উচ্চ বিদ্যালয়ে, খাগড়াছড়ি রিজিয়ন ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সার্বিক ব্যবস্থাপনায় এবং দীঘিনালা জোনের তত্ত্বাবধানে এ বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প ঘুরে সরেজমিনে দেখা যায়, প্রবেশ পথে প্রথমে ডিজইনফেকশন কেন্দ্র। সেখানে গিয়ে ডিজ ইনফেকশন কেন্দ্র অতিক্রম করে সাবান দিয়ে হাত ধুয়ে রোগী দেখার টোকেন নিচ্ছেন। টোকেন নিয়ে চিকিৎসকের নিকট যান। পরে সেখানে চিকিৎসা নেয়ার পর সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে ওষুধ প্রদান করে বের হয়ে যাচ্ছে। মেডিকেল ক্যাম্পে দুটি প্রবেশ পথে দুটি ডিজ ইনফেকশন কেন্দ্র, দুটি হাত ধৌত করার কেন্দ্র এবং দুটি টোকেন বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়। চিকিৎসা সেবার দায়িত্বে ছিলেন, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের চিকিৎসক ডঃ মেজর রাশা রহমান, ডঃ ওয়াজেদুল মাহমুদ আসিফ, দীঘিনালা জোনের চিকিৎসক ডঃ ক্যাপ্টেন আহসান হাবীব নোমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডঃ মোঃ আনিসুর রহমান, মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ হাতে পেয়ে বাবুছড়া ইউনিয়নের সুর সেন মেম্বার পাড়া গ্রামের বিনা চাকমা জানান, আমি আর আমার ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি। ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ পেয়ে খুব খুশি। এব্যাপারে মেডিকেল ক্যাম্প এর নিরাপত্তা এবং সমন্বয়ক অফিসার, দীঘিনালা জোনের স্টাফ অফিসার মেজর মোঃ সাকিব হোসেন জানান, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের জন্য দিন ব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ৬শত৫০জন এবং বাঙালি ৩শত৭০ জন সর্বমোট ১হাজার২০জন গরীব দুঃস্থ্য অসহায় লোকজনের মাঝে চিকিৎসাসেবা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয় ।