কুমিল্লার মুরাদনগরে কৃষি পূনর্বাসন ও প্রণোদনার আওতায় তিন হাজার ৫৩০ জন প্রান্ত্রিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে গম, সুর্যমূখী, মসুর, ভুট্টা, সরিষা, খেসারী, মরিচ, বোরো ও পেয়াজ ফসলের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে বীজ ও সার আনুষ্ঠানিক ভাবে বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ সোহাগ, কৃষক সামছুল হক ও কৃষাণী মাহমুদা আক্তার। বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী আফজালের রহমান, ইউপি চেয়ারম্যান একেএম সফিকুল ইসলাম, কাইয়ুম ভুইয়া, আবুল হাসেম, উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাসান, সাবেক আহবায়ক আব্দুর রহিম সরকার, বাঙ্গরা বাজার থানা কৃষক লীগের আহবায়ক আবু মুছা আল কবির, বঙ্গবন্ধু ডিপ্লেমা কৃষিবিদ পরিষদের উপজেলা সভাপতি ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদ, যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেনসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং প্রণোদনা ও কৃষি পূনর্বাসনপ্রাপ্ত কৃষকগণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা আনম জসিম উদ্দিন।