বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ২০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শেরপুর জেলা কমিটির আয়োজনে পৌর শহরের জেলা কার্যালয়ে ২৪শে নভেম্বর মঙ্গলবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমন্বয়কারী মোহাম্মদ রেজ্জাক আলী, জেলা কাঠামোগত সার্বক্ষণিক মোঃ শাকিল আহাম্মদ শিমুল, জেলা পরিচালনা বোর্ড প্রতিনিধি মোঃ আব্দুল আলীম, জেলা এডিটরিয়াল বোর্ড প্রতিনিধি মোঃ শাহিনুর ইসলাম, শেরপুর সদর উপজেলা কমিটির কাঠামোগত সার্বক্ষণিক মোঃ মমিন আলী, কন্ট্রোল বোর্ড প্রতিনিধি মোঃ আয়নাল হক এবং ময়মনসিংহ অঞ্চল প্রধান মোঃ আবু রাশেদ রুবেল ও ময়মনসিংহ অঞ্চল স্টিয়ারিং কমিটি প্রধান আসিফ ইকবাল সহ শেরপুর জেলার বিভিন্ন উপজেলার সংগঠক উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত কাঠামোপর্ষদ কার্যনির্বাহী সভ্য মোঃ আস-সাদিক মুক্তিজোটের দীর্ঘ পথচলার সংগ্রামী ইতিহাস তুলে ধরেন। এছাড়াও ময়মনসিংহ অঞ্চল প্রধান মোঃ আবু রাশেদ রুবেল সাংগঠনিক কর্ম তৎপরতা বৃদ্ধির আহবান জানান। উক্ত আলোচনা সভার সভাপতি শেরপুর জেলা সমন্বয়কারী মোহাম্মদ রেজ্জাক আলী উপস্থিত সকলকে মুক্তিজোটের ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।