শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজারের মাইসুমা এখন বান্দরবানের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

বান্দরবানের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হয়েছেন কক্সবাজারের মাইসুমা। মাইসুমা চকরিয়া উপজেলার বরইতলীর সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল হক চৌধুরীর ছোট ছেলে এডভোকেট শাকিল চৌধুরীর সহধর্মিণী। কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নের ডাঃ মোস্তাক আহমদ ও জান্নাত আরা দম্পতির কনিষ্ট মেয়ে। জানা গেছে, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মাইসুমা সুলতানা ২০১৮ সালের পহেলা মার্চ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। নেত্রকোণায় ২০১৮ সালের পহেলা মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন তিনি। এরপর পদোন্নতি পেয়ে ২২ নভেম্বর বান্দরবান জেলায় জুডিসিয?াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন তিনি। পারিবারিক সুত্র জানান, তিনি কক্সবাজার সদর উপজেলা পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর, চটগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ের উপর এলএলবি করেন। এলএলবির শেষে ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক ও ২০১৮ সালের পহেলা মার্চ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। তার ছোট ভাই তাজমির আহমেদ। পরিবারের মধ্যে রয়েছেন বাবা ডাঃ মুস্তাক আহমেদ ও মা জন্নাত আরা বেগম। ভাই-বোনদের মধ্যে মাইসুমা সুলতানা হলেন কনিষ্টা। বড় বোন উম্মে হাসিনা মিনা চটগ্রাম কলেজ থেকে প্রাণীবিজ্ঞানে স্নাতক এবং ইডেন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি ব্যবসায় জড়িত রয়েছেন। আছমাউল হোসনা আফসানা চটগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর। তিনিও কক্সবাজার সিটি কলেজে শিক্ষকতা পেশায় রয়েছেন। ছোট ভাই তাজমির আহমেদ চটগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে আইন বিষয়ে স্নাতক কোর্সে অধ্যয়নরত আছেন। মাইসুমা সুলতানার দাদা ছিলেন মরহুম এজাহার মিয়া। তিনি ছিলেন তৎকালীন জমিদার। মাইসুমার নানার বাড়ী চকরিয়া পৌরসভার পালকাটায়। তার নানা মরহুম মৌলানা ফররুখ আহমেদ এফএম,এমএ ছিলেন তৎকালীন আইআরও (ইন্সপেক্টর অব-রেজিস্ট্রেশন অফিসার)। তাঁর বড় মামা কফিল উদ্দিন বিমান বাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার, মেঝ মামা জামাল উদ্দিন ও সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা এবং ছোট মামা জমির উদ্দিন কানাড়া সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা ও গবেষক এবং স্বপরিবারে কানাডার বাসিন্দা। তুখোড় মেধাবী এই নারী মাইসুমা সুলতানা পদোন্নতি পেয়ে বান্দরবান জেলার জুডিসিয?াল ম্যাজিস্ট্রেট হয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com