শিক্ষক নিয়োগ ও এমপিও ভুক্তিতে চরম দূর্নীতির বিরোদ্ধে সহ বহিস্কৃত মাদরাসা সুপার, সহকারী শিক্ষককে পূনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্ধ। বৃহস্পতিবার (২৬নভেম্বর)সকাল ১১টায় হাটহাজারী উপজেলা পরিষদের সামনে হামিদিয়া হোসাইনিয়া রজ্জকিয়া মাদরাসার বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে তারা বহিস্কৃত সুপার মাও.ফরিদুল আলম সহ সহকারী সুপার মাও.আবুল কাশেমকে স্ব-পদে বহাল করতে দাবি জানান। এসময় তারা মাদরাসা কমিটির অনিয়ম, অদক্ষ শিক্ষক নিয়োগ বাণিজ্য বন্ধ করতেও বলেন। মাদরাসার সুন্দর পরিবেশ বজায় রাখতে স্থানীয় এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান। উক্ত মানবন্ধনে বর্তমান ও প্রাক্তন ছাত্র পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, মো.হেলাল উদ্দিন, মো.আব্দুল আজিজ, ইয়ার মোহাম্মদ অলিওল্লাহ, মো. আব্দুর রশিদ, মো.রাকিব, মো. জাহেদ ও মো.আবুল কালাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।