ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি শুরু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে ওই কর্মবিরতি পালন শুরু হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ওই সময় নিজেদের দাবি তুলে বক্তব্য রাখেন দাবী বাস্তবায়ন পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক পুলক চন্দ্র ব্রহ্ম, যুগ্ম-আহবায়ক ইফতেখার আলম রনি, সদস্য সচিব আজহারুল ইসলাম খান ফারাবী, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি জহিরুল ইসলাম ভূইয়া, হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি এ কে এম আনিসুর রাজ্জাক ভূইয়া খোকন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল প্রমুখ।