সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

দশমিনায় মাথা গোজার ঠাঁই হলো খাদিজা’র

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) সংবাদদাতা :
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

দীর্ঘ একযুগ পলিথিনের ছাপরা ঘরে বসবাস করা পটুয়াখালীর দশমিনা উপজেলার পশ্চিম লক্ষীপুর গ্রামের খাদিজা পেলেন সেমি পাঁকা ঘর। প্রধানমন্ত্রীর দেয়া সেমি পাঁকা ঘর পেয়ে খুশি খাদিজা বেগম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতাধীন “যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় এঘর পেয়েছেন। প্রকল্পের উপকারভোগী মোসাঃ খাদিজা বেগম(৩৮) জানায়, সরকারের সচিব ও বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান মোঃ সামছুর রহমান সহায়তা করেছে ঘরটি পেতে। বিয়ের ছয়মাসের মধ্যে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে গৃহহীন হয় খাদিজা বেগম। তখন সন্তান সম্ভবা খাদিজা আশ্রয় নেয় পিতৃগৃহে। পিতা খালেক প্যাদার ঘরেই খাদিজার কোল জুড়ে আসে কন্যা সন্তান কামনা। সন্তানের দেখভাল করাতে স্বামী আবুল কামাল সরদার পলিথিন ছাপরা দিয়ে স্ত্রী-সন্তানকে নিজবাড়ী কাঁটাখালী গ্রামে নিয়ে আসে। ঘূর্ণিঝড়ে ঘরভাঙা খাদিজার কপালে সুখ বুঝি সয়না। তাই স্বামী কামাল ২য় বিয়ে করে রাজধানী ঢকায় অবস্থান করছে। খোঁজ নেয়না স্ত্রী খাদিজা ও সন্তান কমনার। স্বামী পরিত্যাক্তা খাদিজা আবার চলে আসেন পিতৃগৃহে। এবার বাবার দেয়া জমিতে বাঁশ ছন, খর দিয়ে নির্মাণ করেন ঘর। ১০ বছরের অধিকাল ঘরে বৃষ্টির পানি ঠেকাতে পলিথিন দিয়ে তৈরি করেন ঝুপড়ি। আজ কামনা ষষ্ট শ্রেণির শিক্ষার্থী। অন্যের ঘরে কাজ করা স্বল্প আয়ে খাদিজা খোরপোষ মিটিয়ে সন্তানের লেখাপড়া চালাতে ব্যর্থ। এসময় নজরে আসে বাংলাদেশ সরকারের সচিব মোঃ সামছুর রহমান খোকনের। সরকারি আর্থিক সহায়তায় সেমিপাঁকা ঘর পাইয়ে দেন খাদিজাকে। একই সাথে খাদিজার সন্তান কামনার লেখাপড়াসহ সকল খরচের দায়িত্ব নেন তিনি। দশমিনা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইকবাল মাহামুদ লিটন বলেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে খাজিদাকে সহায়তা দেয়া হচ্ছে। ভবিষ্যতেও এ সহযোগীতা অব্যাহত থাকবে। দশমিনা উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, সচিব মোঃ সামছুর রহমান মহোদয় নিজস্ব অর্থায়নে ৬০জন ভিক্ষুকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তাঁর সুদৃষ্টি থাকলে আরও মানবিক সহায়তাসহ উন্নয়নমূল কাজ হবে এ উপজেলায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com