শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

বালিয়াকান্দিতে নিম ফাউন্ডেশণের উদ্যোগে স্প্রে প্রয়োগ

পারভেজ মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী)
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন চত্বর ও থানা এলাকাসহ সরকারি দপ্তরগুলোতে শনিবার সকালে বাংলাদেশ নিম ফাউন্ডেশন ও নিম অর্গানিক লিমিটেডের উদ্যোগে নিমের পাতা, নিমের তৈল ও কাঁচা হলুদ দ্বারা নিম নির্যাস তৈরীকৃত ড. নিম ব্রান্ডের প্রাকৃতিক জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করা হয়েছে।

উপজেলার বহরপুর ইউনিয়নের শান্তি মিশনের নিম অর্গানিকের প্রডাক্টশন ম্যানেজার আবু নাঈম জানান, করোনা ভাইরাস দমনের লক্ষে নিম পাতা, নিমের তৈল ও কাঁচা হলুদ দ্বারা নিম নির্যাস তৈরী করে উপজেলা প্রশাসনের অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তর ও বালিয়াকান্দি থানা এলাকা, বহরপুর বাজার, বিভিন্ন গ্রামে গ্রামে ও শান্তি মিশন এলাকাতে নিমের পাতা, নিমের তৈল ও কাঁচা হলুদ দ্বারা নিম নির্যাস তৈরীকৃত ড. নিম ব্রান্ডের প্রাকৃতিক জীবাণুনাশক স্প্রে প্রয়োগ করাসহ দুই শত পরিবারের মধ্যে মিমের সাবান বিতরণ করা হয়েছে। আশা করছি নিম নির্যাস স্প্রে করলে করোনা ভাইরাস দমন থাকবে। বাংলাদেশ নিম ফাউন্ডেশণের চেয়ারম্যান ড. নিম হাকিম জানান, দেশে করোনা ভাইরাস নিমূল না হওয়া পযন্ত নিম নির্যাস স্প্রে প্রয়োগ অব্যাহত থাকবে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com