শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

গৌরনদীতে শ্লীলতাহানীর বিচার দাবি করায় বখাটের হামলা

বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

প্রতিবন্ধী কিশোরীকে শ্লীলতাহানীর ঘটনায় বিচার দাবি করায় ভূক্তভোগী কিশোরীর মা ও বাবাকে পিটিয়ে আহত করেছে বখাটে ও তার সহযোগিরা। স্থানীয়রা আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের। এ ঘটনায় শনিবার রাতে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই গ্রামের ভ্যান চালক জাহাঙ্গীর শরীফের প্রতিবন্ধী কিশোরী (১৬) জানান, শনিবার দুপুরে রান্না ঘরে মাছ ধোয়ার সময় প্রতিবেশী কেরামত হাওলাদারের বখাটে পুত্র কালু হাওলাদার (১৮) রান্না ঘরে ঢুকে তার মুখ চেপে ধরে শ্লীলতাহানী ঘটায়। পরবর্তীতে বিষয়টি সে তার মায়ের কাছে জানায়।

ভূক্তভোগীর মা জানান, তার প্রতিবন্ধী মেয়েকে শ্লীলতাহানীর ঘটনাটি তিনি তার দেবর বাবুল শরীফকে জানান। এসময় বখাটে কালুর ভাই আশিক হাওলাদার সেখানে উপস্থিত ছিলো। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে দুপুরে প্রথম দফায় বখাটে কালু হাওলাদার ও তার ভাই আশিক হাওলাদার প্রতিবন্ধী কিশোরীর মা মাসুদা বেগমকে পিটিয়ে আহত করে। একই ঘটনাকে কেন্দ্র করে ওইদিন বিকেলে কিশোরীর ভ্যানচালক পিতা জাহাঙ্গীর শরীফকে পিটিয়ে গুরুত্বর আহত করে বখাটে ও তার সহযোগিরা।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com