বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

লন্ডন প্রবাসীর বাড়ীতে দুর্বৃত্তদের হামলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

গত ১৩ ডিসেম্বর ২০২৪ ইং আনুমানিক রাত ১০ ঘটিকার সময় সাবেক শিবিরের নেতা সালাউদ্দিন কাদেরের বাড়িতে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে বসত ঘরসহ অনেক স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর এখনও চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে তার পরিবারের সদস্যরা জানান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপি এর ছত্রছায়ায় নিরাপদে ঘুরে বেড়াচ্ছে এবং জামাত শিবিরের নেতাকর্মী ও তাদের পরিবারের লোকদের টার্গেট করে গুপ্ত হামলা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন। উল্লেখ্য যে, বর্তমানে লন্ডনে অবস্থানরত সালাউদ্দিন কাদের এক সময় সন্দ্বীপ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং বিদেশে থেকেও অনলাইনে স্থানীয় নেতাকর্মীদের সাথে দলীয় কর্মকান্ডে সক্রিয় থাকায় তিনি ও তার পরিবার প্রতিপক্ষের টার্গেটে পরিনত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com