শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:২১ অপরাহ্ন

ধামরাইয়ে ৩২৮ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ঘর

ধামরাই প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঢাকার ধামরাই উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৩২৮টি পরিবার পাচ্ছেন নান্দনিক ঘর। যাদের জমি এবং বাড়ি কোনো কিছুই নেই তাদেরকে সরকারি ব্যবস্থাপনায় দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা বারান্দাসহ ঘর। সাথে থাকছে একটি বাথরোম ও রান্নার জন্য একটি কক্ষ। উপজেলা নির্বাহী অফিসাররের কার্ষারয় সূত্রে জানা গেছে, মুজিববর্ষের উপহার হিসেবে সরকার ‘ক’ ক্যাটাগরিতে যারা ভূমিহীন ও গৃহহীন তাদের এবং ‘খ’ ক্যাটাগরিতে যাদের ভূমি আছে কিন্তু গৃহ নেই তাদের নতুন ঘর তৈরি করার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকারভিত্তিক প্রকল্প আশ্রয়ণ-২-এর আওতায় ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই এলাকায় প্রায় ৮ একর জায়গার মধ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে কমপক্ষে দুই শতক খাস জমির বন্দোবস্তসহ দুই কক্ষবিশিষ্ট ৩৬টি সেমিপাকা গৃহনির্মাণ করে দেওয়ার এসব কাজ চলমান রয়েছে। আগামী ১০ জানুয়ারির মধ্যে এসব গৃহের নির্মাণকাজ শেষ হবে বলে আশাবাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক। সরকারের মহতি এ উদ্যোগটি জেলা প্রশাসকের নির্দেশনায় বিভিন্ন ব্যাক্তির দখলে থাকা সরকারি ভূমি উদ্ধার ও ঘরের স্থান নির্ধারণসহ এসব ঘর নির্মাণে তদারকির জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক। সাথে রয়েছেন সহকারী কমিশনার (ভূমি), অন্তরা হালদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। প্রতিটি গৃহনির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি গৃহে ইটের দেয়াল, কংক্রিটের মেঝে এবং রঙিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি কক্ষ, একটি রান্না ঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা থাকবে। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ছিন্নমূল ও ভূমিহীন পরিবারের তথ্য স্থানীয় ভূমি অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়ার পরেই সুবিধাভোগীদের তালিকা তৈরি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। ‘ক’ শ্রেণির ৩২৮টি পরিবারের মধ্যে প্রথমপর্যায়ে ৩৬ টি পরিবারের জন্য তৈরিকৃত ঘরের কাজ আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার।‘আর বাকিদের অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে সরকারি ঘর দেয়ার পরিকল্পনা রয়েছে’ বলেও তিনি জানিয়েছেন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরো বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যারা ভূমিহীন ও গৃহহীন রয়েছে তাদেরকে ঘর তৈরি করে দেয়া হচ্ছে। ঢাকা জেলার ধামরাই উপজেলায় ৩২৮ টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। গুণগতমান যথাযথ বজায় রেখে দিক নির্দেশনা অনুযায়ী ঘরগুলোর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক বলেন, ‘কাজের গুনগত মান শত ভাগ বজায় রেখে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার সমাজের নিম্ন আয়ের অসহায় ভূমিহীন পরিবারগুলোর কাছে যথাযথভাবে বুঝিয়ে দিতে আমরা বদ্ধপরিকর এবং তাদেরকে সরকারের মাধ্যমে একটা সেরা উপহার দিতে পারলে আমরা গর্বিত হবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com