বরিশালের আগৈলঝাড়া উপজেলা রাজিহার আলোশিখা সমাজ উন্নয়ন কেন্দ্র এর পক্ষ সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার এর সৌজন্যে এলাকার গরীব ও অসহায় পরিবারের মাঝে গতকাল আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে বসে অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ৪ জানুয়ারী আগৈলঝাড়া উপজেলার খেটে খাওয়া অসহায় ও হত দরিদ্রের মাঝে বাড়ী বাড়ী ও রাস্তায় গরীবের মাঝে শীতবস্ত্র বিতরন করেন আগৈলঝাড়া উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল মৃধা, মো. সরোয়ার আলম, মো. শামিম খান, মো. ইদ্রিস খান, মো. হাসান হাওলাদার, জলিল শাহ প্রমুখ। এসময় হতদরিদ্ররা বলেন, আলোশিখা কর্তৃপক্ষ শীত এলেই আমাদের শীতবস্ত্র দেন, এভাবে যদি আরো কোন এনজিও কর্মকর্তার শীতবস্ত্রসহ অন্যান্য সামগ্রী বিতরন করত তাহলে আমরা গরীব ও অসহায় মানুষ আরো উপকৃত হতাম। আমরা খুবই খুশি আলোশিখার প্রতি দোয়া করি যাতে আলোশিখা আরো গরীবের মাঝে এরকম দান করতে পারে।