শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য”বিষয়ে এক শীর্ষক সেমিনার

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

“জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃক আয়োজিত, উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন খাদ্য সামগ্রী ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনয়াতনে উপজেলা নির্বহী অফিসার এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ্, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. ফারজানা স্বর্ণা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলম মোস্তফা, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন রিয়াদ, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন, সাংবাদিক-সমিত কুমার দত্ত মলয়, ব্যবসায়ী প্রতিনিধি আল-মামুন প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আবু রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও স্বাস্থ্য সুরক্ষায় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০৪১ সালের মধ্যে দেশের মানুষের উন্নয়নের জন্য খাদ্য নিরাপত্তা ও খাদ্য উৎপাদন সুরক্ষা বিয়ষে ব্যপক কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি সকলকে খাদ্য নিরাপদতায় সকলকে সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন দেশের মানুষের খাদ্য সামগ্রী ভেজাল মুক্ত ও নিরাপদ সুষম খাদ্য পণ্য প্রস্তুত ও বাজার জাত করার ক্ষেত্রে সরকার ব্যপক পদক্ষেভ গ্রহণ করেছে। তিনি খাদ্য নিরাপত্তা ও নিরাপদতা বিষয়ে উপস্থিত সকল ধরণের ব্যবসায়ীদের ভেজাল মুক্ত খাদ্য সামগ্রী পরিবেশনের অনুরোধ করেন। এছাড়া তিনি ভেজাল মুক্ত ও খাদ্য নিরাপত্তার বিষয়ে কঠোর আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com