আগামী ১৬ জানুয়ারী ২য় ধাপের পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিরামপুর পৌরসভায় চলছে ব্যাপক প্রচারণা। গতানুগতির প্রচারণার বাইরে এবার গানে গানে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। জনপ্রিয় সব গানের আদলে নির্বাচনী প্রচারের সুরে সুরে উত্তাল হয়ে উঠেছে পৌর এলাকা। এবার বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন এবং ওয়ার্ড কাউন্সিলর (পুরুষ) পদে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব প্রার্থীদের পোষ্টারে ছেয়ে গেছে অলি-গলি, সড়ক, মহাসড়ক। প্রচারণায় চলছে নানা বৈচিত্র। বিশেষ করে প্রার্থীদের পক্ষে প্রচারণার গানে গানে উত্তাল হয়ে উঠেছে গোটা পৌর এলাকা। বৈচিত্রময় ও জনপ্রিয় পল্লীগীতি, ভাটিয়ালি, লোক সংগীত, ব্যান্ড সংগীত, পুরনো দিনের গান ও আঞ্চলিক গানের অনুকরনে প্রার্থীদের প্রতিকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বাজানো হচ্ছে রেকর্ডকৃত গান। গানের মাধ্যমে এই প্রচারণায় শ্রোতারা বিরক্ত না হয়ে বরং পছন্দনীয় সূরের মূর্ছনা শুনতে পেয়ে পূলক অনুভব করছেন। বিরামপুর নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, এবার পৌরসভা নির্বাচনে মেয়র পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিক নিয়ে জেলা আওয়ামীলীগের সদস্য আক্কাস আলী, বিএনপি’র ধানের শীষ প্রতিক নিয়ে হুমায়ন কবির, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ মোবাইল ফোন প্রতিক নিয়ে এবং নারিকেল গাছ প্রতিক নিয়ে এ্যাডভোকেট নুরুজ্জামান সরকার। এছাড়াও সাধারণ কাউন্সিলর পুরুষ প্রার্থী রয়েছেন ৩২ জন।সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন নারী প্রার্থী। দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন তালিকায় বিরামপুরে আগামী ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ছিল ২২ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছায় শেষে ৬ জন মেয়র প্রার্থীর প্রার্থীতা বৈধ্য ঘোষণা করেন সিনিয়র জেলা রির্টানিং অফিসার। ২৯ ডিসেম্বার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে দুই জন মেয়র ও এক জন পুরুষ কাউন্সিলার প্রার্থী প্রত্যাহার করার পর চার জন মেয়র, সাধারণ কাউন্সিলর পুরুষ প্রার্থী রয়েছেন ৩২জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরামপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৬৬৫৮জন। এর মধ্যে ১৭৯৫২ পুরুষ ও ১৮৭০৬জন মহিলা ভোটার রয়েছেন।