জামালপুরের মেলান্দহের চরপলিশা গ্রামের মোবারক আলীর ছেলে মাহমুদুল হাসান তপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ১০জানুয়ারি চরপলিশা গ্রামে। জানা গেছে, একই গ্রামের তোজাম্মেল হক সরকারের ছেলে ছামিউল মাস্টারের কাছে ৪৬ শতাংশ জমি বিক্রির বায়নাপত্র দেয় করিমুজ্জামান সরকারের ছেলে হারুনুর রশিদ। বায়নাপত্র মূলে ২৭ বছর যাবৎ ছামিউল মাস্টার সেই জমিতে মাছ চাষ করে আসছে। ইতোমধ্যেই জমির মালিক হারুনুর রশিদ বিরোধীয় জমিটি মাহমুদুল হাসান তপনের কাছে বিক্রি করে দেয়। এ ব্যাপারে ছামিউল মাস্টার প্রিয়েমশন করেছেন। জমি দখলের বিষয়ে তপন জানান-আমি জমিটি ক্রয় করেছি। সেই মূলেই আমি দখল করেছি। ছামিউল মাস্টার জানান-আমার বায়নাপত্রমূলে জমির বিষয়ে চেয়ারম্যান-মেম্বারসহ গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিদের নিয়ে বেশ কয়েকবার দেন-দরবারও করেছেন। জমি দখলের বিষয়ে মামলাও করেছি।