রংপুরের গঙ্গাচড়ায় এ বছর সরিষা চাষ বেড়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর ২৫০ হেক্টর জমিতে সরষে আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ১৫ হেক্টর বেশি। সরেজমিনে দেখা যায়, তিস্তার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় এ বছর সরষে চাষ হয়েছে। সরিষা ফুলে ভরে ওঠেছে বিভিন্ন এলাকা। সরিষা ফুলে অপরূপ সেজেছে খেত। কিসামত হাবু গ্রামের দীনবন্ধু জানান, তিনি এ বছর ৬৬ শতক জমিতে সরিষা চাষ করেছেন। আবহাওয়া ভালো থাকলে ভালো ফলন হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানান, এ বছর সরিষা চাষে কৃষকদের প্রণোদনা দেওয়ার কারণে আবাদ কিছুটা বেড়েছে।