শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০২ অপরাহ্ন

ফেনী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন জসিম-সভাপতি, জীবন-সম্পাদক

মিজানুর রহমান ফেনী :
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

ঐতিহ্যবাহী ফেনী প্রেসক্লাবের ২০২১ সালের কার্যকরী কমিটির নির্বাচন শহরের নবী হোটেল কনফারেন্স রুমে গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন ফেনী জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড. পার্থ পাল চৌধুরী। নির্বাচন কর্মকর্তা ছিলেন এডভোকেট সৈয়দ আবুল হোসেন ও ফেনী জি এ একাডেমীর প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী। নির্বাচনে সকল সদস্য উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বচন পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার নির্বচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে জসিম মাহমুদ (দৈনিক স্টারলাইন) ও সাধারণ সম্পাদক পদে এন এন জীবন (দৈনিক ভোরের পাতা/স্বদেশ পত্র) নির্বাচিত হন। নির্বাচনে জয়ী অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি- শেহাব উদ্দিন লিটন (দৈনিক আমার সংবাদ/নিউ ন্যাশন), সৈয়দ মনির আহমদ (দৈনিক ভোরের কাগজ/ফেনীর ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক- কাজী হাবিব উল্যাহ সুমন (এশিয়ান টিভি), এবিএম নিজাম উদ্দিন (ডেইলি ট্রাইব্যুনাল/আজকের প্রতিক্রিয়া), কোষাধ্যক্ষ- শাহাদাত হোসাইন (দৈনিক প্রতিদিনের সংবাদ/দি এশিয়ান এইজ), দপ্তর সম্পাদক- এম শরীফ ভূঞা (উৎসব টিভি/দৈনিক ঢাকা টাইমস্), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- সফি উল্যাহ রিপন (দৈনিক দেশ রূপান্তর/ইউএনবি), প্রচার সম্পাদক- মোহাম্মদ রফিকুল ইসলাম (সাপ্তাহিক নীহারিকা), প্রকাশনা সম্পাদক ফিরোজ আলম- (দৈনিক সুপ্রভাত ফেনী/ফেনী চিত্র), ক্রীড়া সম্পাদক- মোঃ ওমর ফারুক (দৈনিক সকালের সময়), মহিলা বিষয়ক সম্পাদক- সাহিদা সাম্য লীনা (দৈনিক বাংলাদেশের খবর/আঁচল), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মোঃ মিজানুর রহমান (দৈনিক খবরপত্র), ধর্ম সম্পাদক- আহসান উল্যাহ (চ্যানেল এস), স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক- তোফায়েল ইসলাম মিলন (দি প্রেজেন্ট টাইমস), কার্যকরী পরিষদের সদস্যরা হলেন-শাহজালাল রতন (দৈনিক সমকাল), এস এম ইউছুফ আলী (দৈনিক অধিকার/নিউজ টুডে), এম এ কাফি দিদার (বিজয় টিভি/প্রথম বাণী), জাকের হায়দার সুমন (বাংলা টিভি/হায়দার), মোহাম্মদ জাহাঙ্গীর জনস্ (সাপ্তাহিক নবীন বাংলা), কাজী নজির আহম্মদ (সাপ্তাহিক ফেনীর স্বাস্থ্য কথা), একেএম হাসান মাহমুদ (দৈনিক আজকালের খবর/যায় যায় দিন), জাহাঙ্গীর কবির লিটন (পাক্ষিক ছাগলনাইয়া) ও জসিম উদ্দিন ফরায়েজী (দৈনিক ডেসটিনি)। সাধারণ পরিষদের সদস্যরা হলেন-জামাল উদ্দিন ছুট্টু (সাপ্তাহিক বৈকালী), ফজলুর রহমান বকুল (সাপ্তাহিক মুহুরী), খালেদ খান (সাপ্তাহিক ফেনীর গৌরব), জালাল উদ্দিন বাবলু (সাপ্তাহিক শমসের নগর),নূর উদ্দিন (সাপ্তাহিক স্বদেশ পত্র),মাহতাব হোসাইন মাজেদ (দৈনিক স্বদেশ বিচিত্রা), ইমাম হাসান কচি (ডেইলি বাংলাদেশ পোস্ট), আরিফ আজম (দৈনিক ফেনীর সময়/আলোকিত ফেনী), আবদুল্লাহ আল মামুন (দৈনিক ফেনী/দেশবার্তা), বকুল আক্তার দরিয়া (দৈনিক অধিকার/পানসি), এস এইচ খোকন (দৈনিক লাখো কন্ঠ), গাজী মোঃ হানিফ (দৈনিক আলোকিত দেশ), এম নাছির উদ্দিন (দৈনিক আজকের সংবাদ/নির্ভীক), কাজী সালাহ উদ্দিন নোমান (দৈনিক ভোরের সময়),আবুল হাসনাত তুহিন (চ্যানেল সংবাদ), সহযোগী সদস্যরা হলেন- বেলাল হোসেন (অর্ধ সাপ্তাহিক পথ), ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়), এম এম আলম (স্বচিত্র নোয়াখালী), রাসেল চৌধুরী (দৈনিক ফেনীর সময়), কামরুল হাসান (আজকের প্রতিক্রিয়া), কাওসার হামিদ শিকদার (দৈনিক বাংলাদেশ সমাচার), মোহাম্মদ হানিফ (দৈনিক দেশকাল), নজরুল ইসলাম (দৈনিক স্টার লাইন), মোঃ কামরুজ্জামান (দৈনিক চিত্র), মোহাম্মদ মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ), মোহাম্মদ ইকবাল হোসাইন (দৈনিক গণকন্ঠ), মোহাম্মদ আবদুল্লাহ রিয়েল (সাপ্তাহিক শমসের নগর), মোঃ হাবিবুর রহমান চৌধুরী-হাবীব (দৈনিক দেশ), রেহানা আলম মিতু (সংবাদ উপস্থাপিকা)।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com