“মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়” শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নবীদুল ইসলামের পক্ষ থেকে ৪হাজার ১শত শীতবস্ত্র বিতরণ করেছেন। সয়দাবাদের যমুনা ডিগ্রী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না শীতবস্ত্র বিতরণ করেন। সয়দাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সভাপতি মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ১০নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শুধাংশু মোহন চাকী, সহ সভাপতি আলহাজ্ব মো: মাসুদ রানা, সহ সভাপতি মো: খোরশেদ আলম খলিল, যুগ্ন সম্পাদক মো: রাশিদুল ইসলাম রাশেদ, মো: সিরাজুল ইসলাম মেম্বর, সাংগঠনিক সম্পাদক মো: সেরাজুল ইসলাম প্র্রোফেসর, দপ্তর সম্পাদক মো: ফিরোজ আহমেদ, ইউপি সদস্য মো: রাজু আহমেদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন, সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: সাদ্দাম হোসেন, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সোহাগ ইসলাম পথিক, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বাধীন হোসাইন প্রমুখ। এসময় প্রধান অতিথি অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, সদর উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ে সয়দাবাদ ইউনিয়নের সর্বোচ্চ ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সয়দাবাদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক হিসেবে নবীদুল ইসলাম সয়দাবাদে গরিব আসহায় মানুষের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। করোনা কালে সয়দাবাদ ইউনিয়নে সব চেয়ে বেশী অসহায় মানুষ সরকারী ও বেসরকারী অনুদান পেয়েছে। এবং নবীদুল ইসলাম তার ব্যক্তিগত ভাবে সয়দাবাদের অসহায় মানুষের পাশে থেকে দিন রাত কষ্ট করে আসহায় মানুষকে সহযোগীতা করে যাচ্ছেন। সাধারণ মানুষের কাছে চেয়ারম্যান হিসেবে নবীদুল ইসলাম সুনাম কুড়িয়েছে। এই সুনাম যেন সে ধরে রাখতে পারে সে জন্য আপনারা তার পাশে থেকে সহযোগীতা করেন। এসময় চেয়ারম্যান নবীদুল ইসলাম বলেন, করোনা কালে ১০নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডের অসহায় গরিব দুখি মানুষের মাঝে আমি ব্যাক্তিগত ভাবে ও সরকারি ভাবে সকল কে নিজের জীবনের কথা চিন্তা করে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ ও খাবার সহায়তা করেছি। আমি যেন ভবিষ্যতেও মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে পারি। আমার জন্য সকলে দোয়া করবেন।