সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

হাজার কোটি টাকা ব্যয়ে ৩শ’ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বদলে গেছে জামালপুর পৌরসভা, বেড়েছে নাগরিক সুবিধা

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

হাজার কোটি টাকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও চলমান থাকায় বদলে গেছে জামালপুর পৌরসভার চিত্র। বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার ছোঁয়ায় আধুনিক পৌরসভার কাতারের দ্বারপ্রান্তে এখন দেড়শ’ বছরের পুরনো জামালপুর পৌর সভা। দু’বছর আগেও যে সব রাস্তা খনা-খন্দকে ভরা ছিল, সে সব রাস্তা কংক্রিটের নির্মিত হয়েছে । শহরের জলাবদ্ধতা দুর করতে নির্মাণ করা হচ্ছে আরসিসি ড্রেন। এছাড়া সড়কবাতি, সুপেয় পানি সরবরাহে নতুন পাইপ লাইন স্থাপন, পরীক্ষামুলক ৩ গভীর, ৩টি উৎপাদকমুলক গভীর নলকুপ, ৩টি পাম্প হাউজ, ৩টি সাবমারসিবল পাম্প, ৩টি ইলেক্ট্রো মেকানিক্যাল পাম্পহাউজ ও আধুনিক পানি শোধনাগার নির্মাণসহ গত ৫ বছরে হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় ৩শ’ অবকাঠামোগত এবং পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা প্রকল্পের ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন ও চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও চলমান থাকায় বদলে জামালপুর পৌরসভার চিত্র। এতে বেড়েছে নাগরিক সুবিধা। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে পৌরবাসীর সহায়তা চেয়েছেন জামালপুর পৌর সভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। জামালপুর পৌর সভার তিন বারের নির্বাচিত মেয়র মির্জা সাখাওয়াতুর আলম মনি জানান, তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার অনুযায়ী পাঁচ বছরে পৌরসভার ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আর এ সব উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ায় পৌর নাগরিকদের সেবার মান বাড়াতে পেরেছি। পৌরসভার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, স্থায়ী কংক্রিটের সড়ক ও ড্রেন নির্মাণ, সড়কবাতি স্থাপন, পৌরবাসীর সুপেয় পানি সরবরাহে নতুন পাইপ লাইন স্থাপনসহ ইলেক্ট্রো মেকানিক্যাল পাম্পহাউজ স্থাপন, আধুনিক পানি শোধনাগার স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়া পৌর এলাকার মসজিদ-মাদরাসার সংস্কার ও উন্নয়নসহ যে সব এলাকার পানি সরবরাহের ব্যবস্থা নাই সে সব এলাকা নলকুপ স্থাপনের পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠির পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হয়েছে। শহরের বিভিন্ন জনগুরুত্বপুর্ণ স্থানে স্থাপন করা হয়েছে কমিউনিট ও পাবলিক টয়লেট। করোনা প্রতিরোধেও প্রতিটি ওয়ার্ডে জনসচেতনমুলক কাজ পরিচালনা এবং মাক্স ও হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনাকালীন কর্মহীন ও দুস্থ্য পরিবারগুলোকে মানববিক সহায়তা দেয়া হয়েছে। তিনি বলেন, চলতি বছর উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) ৩ কোটি ৫০ লাখ ৫৫ হাজার টাকা ব্যায়ে পৌর গোরস্থানের রাস্তা নির্মাণ, শিশুপার্কের জন্য দোলনা ক্রয়, বৈদ্যুতিক মালামাল ক্রয় ও শহর আলোকিত করণ কাজ করা হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে নগর উন্নয়ন অবকাঠামো প্রকল্পের আওতায় প্রায় পৌনে ১৫ কোটি টাকা ব্যয়ে ২৭টি রাস্তা ও ড্রেন নির্মান করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় গুরুত্বপুর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প শহরের গুরুত্বপুর্ণ স্থানে ২০০টি তারাপাম্প, ৬টি কমিউনিট টয়লেট, ৫টি পাবলিক টয়লেট, ২টি গভীর নলকুপ স্থাপন ও ৬১ কিলোমিটার পানির লাইন স্থাপন করা হয়েছে। ৮ শহর ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২৯২ কোটি টাকার ১৬টি গুরুত্বপুর্ণ সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ সম্পন্ন ও অবশিষ্ট কাজ চলমান রয়েছে। এছাড়া ৮ পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৬টি প্রকল্প চলমান, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প কুয়েত ফান্ডের মাধ্যমে ৮ কোটি ৫৯ লাখ টাকা ব্যায়ে ৪টি গুরুত্বপুর্ণ সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ, ৩ পৌরসভার পানি উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন পাইপ লাইন স্থাপন, সড়কবাতি দিয়ে শহর আলোকিতকরণ, সুপেয় পানি সরবরাহে নতুন পাইপ লাইন স্থাপন, পরীক্ষামুলক ৩টি গভীর, ৩টি উৎপাদকমুলক গভীর নলকুপ, ৩টি পাম্প হাউজ, ৩টি সাবমারসিবল পাম্প, ৩টি ইলেক্ট্রো মেকানিক্যাল পাম্পহাউজ ও আধুনিক পানি শোধনাগার নির্মাণসহ গত ৫ বছরে হাজার কোটি টাকা ব্যয়ে প্রায় ৩শ’ অবকাঠামোগত প্রকল্পের ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন ও চলমান রয়েছে। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও চলমান থাকায় বদলে গেছে জামালপুর পৌরসভার চিত্র। জামালপুরের বিশিষ্ট মানবাধিকার ও এনজিও কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন-“পৌর সভার যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেসব প্রকল্পের সুবিধা পৌরবাসী ইতিমধ্যে ভোগ করতে শুরু করেছে। তবে বাকি প্রকল্পগুলো বাস্তবায়ন হলে জামালপুর পৌরসভা দেশের অন্যতম পৌরসভা হিসেবে রূপ নিবে বলে দাবি করেন তিনি।” জামালপুর পৌর এলাকার চামড়াগুদাম মোড়ের ব্যবসায়ী মৃদুল আহম্মেদ বলেন-“আগে একটু বৃষ্টি হলেই চামড়াগুদামে হাটু পরিমান পানি জমতো। আর গরম কালে রাস্তায় অনেক খানা খন্দ থাকতো। এখন রাস্তাগুলো আরসিসি ঢালাই করায় আমাদের অনেক উপকার হয়েছে। রাস্তা উচু হয়েছে এবং পানিও জমে না।” জামালপুর মাল গুদাম রোডের বাসিন্দা সজীব তালুকদার বলেন-“ রাস্তা ও ড্রেন আরসিসি ঢালাই হওয়ায় আগের দূর্ভোগগুলো লাঘব হয়েছে। কিন্তু যানজটের কারনে জামালপুর পৌরসভার বাসিন্দাদের দূর্ভোগ পোহাতে হয়। পৌর মেয়র এই যানজট নিরসনে উদ্যোগী হবেন বলে আশা করেন তিনি।” মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, চলমান কাজগুলো বাস্তবায়ন হলে জামালপুর পৌরসভার কোন সড়ক ভাঙ্গাচোড়া থাকবে না এবং আগামী বর্ষা মৌসুমে শহরে কোন জলাবদ্ধতা থাকবে না। পৌর নাগরিকসহ বাইরে থেকে আগত মানুষ স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবে। তিনি আরো বলেন, তিনি যদি আবারও সুযোগ পান তবে দেড় শতাধিক বছরের পুরনো ঐতিহ্যবাহী জামালপুর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে রূপ পাবে এবং নাগরিকরা পুর্ণ সুযোগ-সুবিধা পাবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com