গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাপার্ডে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) তৃতীয় পর্যায় বিআরডিবি ও বার্ড অংশের ৩০দিন মেয়াদী টেইলারিং এন্ড গার্মেন্টস এবং ইলেকট্রনিক্স (মোবাইল সার্ভিসিং) বিষয়ক ৪টি আইজিএ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন এলাকার ৮০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোটালীপাড়ার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) হলরুমে প্রতিষ্ঠানটির মহাপরিচালক অতিরিক্ত সচিব শেখ মো: মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ৪টি প্রশিক্ষণের উদ্বোধন করেন। বাপার্ডের প্রকল্প পরিচালক মাহামুদুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাপার্ডের পরিচালক ড. আলমগীর হোসেন, উপ-পরিচালক মো: তোজাম্মেল হক, বিআরডিবির উপ-পরিচালক মো: মোক্তার হোসেন, বার্ডের উপ-পরিচালক সালাউদ্দিন আহম্মেদ, বাপার্ডের ট্রেনিং এনালিষ্ট সোনিয়া আক্তার বক্তব্য রাখেন। বাপার্ডের মহাপরিচালক অতিরিক্ত সচিব শেখ মো: মনিরুজ্জামান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জীবন পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি। এ ধরণের প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি হবে।